দুদকের ইতিহাসের সবচেয়ে বড় মামলা: এস আলমের বিরুদ্ধে ১০,৪৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী, পাঁচ ভাইসহ প্রতিষ্ঠানটির স্বার্থসংশ্লিষ্ট ৬৭ জনের বিরুদ্ধে ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় মামলা হিসেবে অভিহিত করছেন কর্মকর্তারা।
রোববার (৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এবং বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান—এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে অনিয়মিতভাবে ঋণ অনুমোদন করা হয়।
মূল ঋণের পরিমাণ ছিল ৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা, যা বর্তমানে লভ্যাংশ ও সুদসহ ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
