মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্ট আইসিসি, দিল ডিমেরিট পয়েন্ট

দ্বিতীয় টেস্ট জেতার পরেও নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি বলেছিলেন, মিরপুর টেস্টের পিচ তার দেখা সবচেয়ে বাজে। বিশ্বের সব প্রান্তে ৯৫টি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন কেউ এমনটা বললে বুঝতেই হবে, পিচের অবস্থা ছিল বেহাল।
ধারণা করা হচ্ছিল মিরপুর টেস্টের পিচ নিয়ে আইসিসিও পদক্ষেপ নেবে। দ্বিতীয় টেস্টের ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া রিপোর্ট অনুযায়ী মিরপুরের পিচকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির পিচ মনিটরিং ও প্রসেসের নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের পিচকে 'অসন্তোষজনক' বলে আখ্যা দেওয়া হয়েছে। আইসিসি থেকে ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি ই-মেইলের মাধ্যমে বিসিবিকে জানানো হয়েছে। বিসিবির হাতে ১৪ দিন সময় আছে এর বিরুদ্ধে আপিল করার।
উল্লেখ্য, মিরপুর টেস্টের ম্যাচ রেফারি ডেভিড বুন দুই দলের অধিনায়ক, ম্যাচের আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেই রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্টের ভিত্তিতেই একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ।