টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মাহমুদউল্লাহর জায়গায় শেখ মেহেদি

দারুণ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু, এবার আরেকটি লড়াইয়ে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ জয়ে শুরু করলেও ইংলিশরা তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়।
ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব। রাতের বৃষ্টি ও সকালের ম্যাচ হওয়ায় বোলিংয়ে সুবিধা নিতে বাংলাদেশের এই সিদ্ধান্ত। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। ম্যাচটি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। তার বদলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি। ইংল্যান্ডও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বাঁহাতি পেসার রিস টপলিকে।
২০০৭ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম সাক্ষাতে হারলেও পরের দুটি ম্যাচে বাংলাদেশ জেতে। ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপেও জয় পায়। তবে সর্বশেষ সাক্ষাতে ২০১৯ বিশ্বকাপে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে ২৪ ম্যাচে বাংলাদেশের ৫টি জয়, হেরেছে বাকি ১৯ ম্যাচে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।