এই সিরিজ হারকে গুরুত্ব দিচ্ছেন না মিরাজ

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে ঘরের মাঠে আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ।
প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১৭ রানে হারেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে ব্যবধান বিরাট, ১৪২ রানে হেরেছে তামিম বিহীন বাংলাদেশ। দাপট দেখিয়ে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানরা।
এভাবে সিরিজ হারের পরেও বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের মতে, এ রকম হতেই পারে। সময় ভালো-খারাপ যেতেই পারে। তবে এই সিরিজের ভুলগুলো শুধরে বিশ্বকাপে খেলতে যেতে চান তারা।
আজ দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'আমাদের বোলাররা ৩০-৪০ রান বেশি দিয়েছে। যদি আরেকটু সুশৃঙ্খল বোলিং করত তবে ২৮০-২৯০ রানে আটকানো যেত, হয়তো জয়ের একটা সম্ভাবনা থাকত, এই উইকেটে ৩৩১ রান অনেক বড় স্কোর।'
বাংলাদেশের টপ অর্ডাররা প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন। আজ দ্বিতীয় ম্যাচেও ২৫ রানেই তিন উইকেট হারায় স্বাগতিকেরা। টপ অর্ডারের ব্যর্থতাকে হারের বড় কারণ হিসেবে দেখছেন মিরাজ, 'যদি টপ অর্ডার ভালো ইনিংস খেলতে পারত, মিডল অর্ডার তাদের দায়িত্ব শেষ করত, তাহলে আমাদের জন্য চাপ কমে যেত। হয়তো সব সিরিজ ভালো যায় না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সিরিজ জিতেছি বিগত দিনে।'
বিশ্বকাপে আফগানিস্তানের চেয়ে কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। মিরাজ অবশ্য এই সিরিজ হারকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ডানহাতি এই অলরাউন্ডার বরং আফগানিস্তান সিরিজের ভুলগুলো দ্রুত শুধরে নেবেন তারা, 'আশা করি বিশ্বকাপের আগে, এ সিরিজের সমস্যাগুলো বের করে আমরা আরও ভালো প্রস্তুতি নিতে পারব আমরা।'
স্বাভাবিকভাবেই তামিম ইকবালের ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়, তার জবাবে মিরাজ বলেন, 'সবাই বিস্মিত হয়ে গিয়েছিল। এইভাবে তামিম ভাই অবসর নেবে কেউ আশা করেনি। সব খেলোয়াড়ের কাছেই খারাপ লেগেছিল। তবুও আমরা যেহেতু সিরিজে আছি, অনুশীলন করে ফেলেছি, খেলতে তো হবেই।'