অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের

টস করলেও মাঠে নামা হলো না, খেলা ফেলে ছুটতে হলো হাসপাতালে। কেবল হাসপাতালে ছোটাই নয়, বুকে তীব্র ব্যথা নিয়ে দ্বিতীয়বার মাঠে যাওয়ার পথে তামিম ইকবাল হয়ে গেলেন অবচেতন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। দ্রুততার সঙ্গে দেশসেরা ব্যাটসম্যানের হার্টে রিং পরানো হয়। তামিম যখন জীবন যুদ্ধে, তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব তখন মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়ছে। মন খারাপের দিনে দাপুটে মোহামেডানের দেখা মেলে, মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে সোমবার বিকেএসপির তিন মাঠে শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়ে মোহামেডান। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে শিরোপা প্রত্যাশ দলটি। সমান ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
টস জিতে আগে ব্যাটিং করেত নামে শাইনপুকুর। মোহামেডানের তিন স্পিনার নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মিরাজের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি তারা। অধিনায়ক রায়হান রহমান ও শরিফুল ইসলামের হাফ সেঞ্চুরিতে ২২৩ রান তোলে শাইনপুকুর, এক বল আগে অলআউট হয় দলটি। জবাবে রনি তালুকদারের হাফ সেঞ্চুরি ও ম্যাচসেরা মিরাজের সেঞ্চুরিতে ৪৬ বল হাতে রেখে জয় তুলে নেয় মোহামেডান।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় মোহামেডান। ইনিংস উদ্বোধন করতে নেমে ১৬৪ রানের জুটি গড়েন রনি ও মিরাজ। ৮৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন রনি। লিস্ট 'এ; ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া মিরাজ ৮৬ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ ও মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ১৮ রান করেন। শাইনপুকুরের রাহিম আহমেদ ২টি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক রায়হান। ১০৭ বলে ৪টি চারে ৭৭ রান করেন তিনি। শেষ দিকে ৬৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন ডানহাতি অফ স্পিনার শরিফুল। অনিক সরকার সেতু ২২ ও রানা শেখ ১৬ রান করেন। মোহামেডানের তাইজুল সর্বোচ্চ ৩টি উইকেট নেন। সেঞ্চুরির আগে বল হাতেও দারুণ করেন মিরাজ, ১০ ওভারে ৩৩ রানে নেন ২ উইকেট। নাসুম ও সাইউফদ্দিনও ২টি করে উইকেট পান।