তামিম-তাসকিনকে নিয়ে অপেক্ষায় বাংলাদেশ

একজন ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা, আরেকজন পেস আক্রমণের নেতা; তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে নিয়ে অপেক্ষায় বাংলাদেশ। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানিয়েছেন, মঙ্গলবারের অনুশীলনের পর এই দুই ক্রিকেটারের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
পিঠের পুরনো ব্যথায় ভুগছেন তামিম। অভিজ্ঞ এই ওপেনার অস্বস্তি নিয়েই অনুশীলন করে আসছেন। বৃষ্টির কারণে মাঝে একদিন বিরতি পেলেও তাতে বিশেষ উন্নতি হয়নি তামিমের। আজ নেটে ২০-২৫ মিনিট ব্যাটিং করেছেন তামিম, তবে তাকে অতি সতর্ক দেখিয়েছে। ব্যাকফুটে না খেলে বেশিরভাগ বল সামনের পায়ে খেলছিলেন তিনি।
এরপর তামিমের ফিল্ডিং অনুশীলন করার কথা। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাতুরুসিংহে বলেছেন, 'আজ সে অনুশীলন করবে এবং দেখবে কেমন অনুভব করছে। আগের দিন অনুশীলনের সময় ব্যাটিং, ফিল্ডিংসহ আরও কিছু বিষয়ে অস্বস্তিবোধ করেছে সে। আজ সে অনুশীলন করবে, এরপর তার অবস্থা দেখবো আমরা।'
চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। যদিও তার খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। ডানহাতি এই পেসারকে দলের সঙ্গে রাখা হয়েছে অনুশীলনের মাধ্যমে ফিট করে তোলার জন্য। যদিও হাতুরুসিংহে জানালেন, দল চাইলে তাসকিন খেলার জন্য প্রস্তুত আছেন। লঙ্কান কোচের কাছে মনে হয়েছে, মানসিকভাবে সেরা অবস্থায় আছেন তাসকিন।
তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে হাতুরুসিংহে বলেন, 'পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে সে দারুণ অনুশীলন করেছে। আমার মনে হয় মানসিকভাবে সে সেরা অবস্থায় আছে। এখন আমরা যদি সিদ্ধান্ত নিই যে সে খেলবে, তাহলে সে খেলার জন্য প্রস্তুত আছে। কিছুই তাকে খেলা থেকে থামিয়ে রাখছে না। কারণ এখন তার কোনো চোট নেই।'
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তাসকিন। চোটের কারণে টেস্ট এবং পরে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা হয়নি তার। দীর্ঘদিন না খেলায় তার বোলিং ওয়ার্কলোড নিয়ে চিন্তার কথা জানালেন প্রধান কোচ। তার ভাষায়, 'এই মুহূর্তে তাসকিনের ক্ষেত্রে বোলিং ওয়ার্কলোড কিছুটা দুশ্চিন্তার কারণ। তাই তার ক্ষেত্রেও একই রকম ব্যাপার। আজ আমরা তার অনুশীলন দেখবে, এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।'
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এই ম্যাচের পর দেশে ফিরে যাবে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১ জুলাই আবারও বাংলাদেশে আসবে আফগানরা।