তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর এলাকায় এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ জুলাই) সকালে মিরপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজ্জাদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
জানা গেছে, অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ ও তাসকিন আহমেদ বন্ধু।
সৌরভের অভিযোগ, তাসকিন তাকে ফোন করে মিরপুর-১ এলাকায় দেখা করতে বলেন। সেখানে পৌঁছালে তাসকিন তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আহত করেন।
তবে, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায় নি।
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় তাসকিন তাকে হুমকি দেন ও ভয় দেখানোর চেষ্টা করেন।