বিএনপি কেন জাতীয় পার্টির দায়িত্ব নেবে: প্রশ্ন রিজভীর

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির—দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারীর এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। এখনও তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি কিসের দায় দায়িত্বের কথা বলছেন? আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন?'
তিনি আরও বলেন, 'আপনারা কারা? যখন ইলিয়াস আলীসহ অসংখ্য বিএনপির নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন। তখন জাতীয় পার্টি কোথায় ছিল?'
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে 'উত্তরাঞ্চল ছাত্র ফোরাম' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, 'কে রাজনীতি করবে, আর কে করবে না; এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরি করে না। উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি।'
আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, 'আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। সবাই সর্বনিম্ন ৫০০ মামলায় আক্রান্ত। আমরা আক্রান্ত হয়েছি, কিন্তু আমাদের সামনে অন্য কেউ লাঞ্ছিত হোক, সেটা চাই না। কিন্তু, যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। জনগণ তাদের বিচার দেখতে চায়।'
বিএনপির এই নেতা বলেন, '২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকরা তাকে [জিএম কাদের] প্রশ্ন করলেন যে, আপনার সাথে কী কথা হলো। জিএম কাদের বলেছিলেন যে, ওদের [ভারত] পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না। এই হচ্ছে জাতীয় পার্টি। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল? নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড? এই আপনাদের নীতি এবং আদর্শ? এই আপনাদের চরিত্র?'—রিজভী বলেন।