শেষ ওভারে খুলনা টাইগার্সকে হারাল রংপুর রাইডার্স

বিপিএলের দশম ম্যাচে হারিয়েছে । চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচের ফলাফল নির্ধারিত হয় শেষ ওভারে। জেতার জন্য রংপুর রাইডার্সের দরকার ছিল ৬ বলে ৭ রান। ওয়াহাব রিয়াজের করা প্রথম ৩ বলেই সেটি তুলে নেন আজমাতউল্লাহ ওমরাজাই।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে মাত্র ১৮ রানের মধ্যেই খুলনার তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান রংপুরের বোলাররা। এরপর হাল ধরেন ইয়াসির আলি এবং আজম খান।
এই দুজনের ৫৮ রানের পার্টনারশিপ যখন বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই আঘাত হানে রংপুর। রবিউলের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন খুলনা অধিনায়ক ইয়াসির। এরপর আজম খানও আউট হয়ে গেলে বড় স্কোর গড়ার আশা ভেঙ্গে যায় খুলনার।
শেষদিকে সাইফুদ্দিন ১৮ বলে ২২ রান করে খুলনার সংগ্রহ নিয়ে যান ১৩০ এ। রংপুরের হয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রবিউল। ২ টি করে উইকেট নেন হাসান মাহমুদ, ওমরাজাই এবং রাকিবুল হাসান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও বিপাকে পড়ে গিয়েছিল রংপুর। ফর্মে থাকা রনি তালুকদার মাত্র এক রান করেই আউট হয়ে যান। ৫৮ রানের মধ্যে রংপুরের ৪ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল খুলনা। রংপুর অধিনায়ক সোহানকে সাথে নিয়ে সেই ধাক্কা সামাল দেন শোয়েব মালিক।
এই জুটি ৩২ রান তোলার পর সোহান আউট হলে আবারো চাপে পড়ে রংপুর। কিন্তু নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রংপুরকে জয়ের কাছাকাছি নিয়ে যান শোয়েব মালিক। তিনি ৩৬ বলে ৪৪ রান করে আউট হওয়ার সময় রংপুরের দরকার ছিলো ৭ রান।
ওয়াহাব রিয়াজের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ছয় হাকিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন ওমরাজাই। শামিম হোসেইন অপরাজিত ছিলেন ১৬ রানে। খুলনার হয়ে ২ টি করে উইকেট নেন সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং ওয়াহাব রিয়াজ।
চার উইকেটের এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো রংপুর রাইডার্স। অপরদিকে নিজেদের তিনটি ম্যাচই হেরেছে খুলনা টাইগার্স।