‘পাকিস্তান নয়, ৬০-৪০ ব্যবধানে এগিয়ে ভারতই’, দাবি সাবেক পাকিস্তান বোলারের

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই দুবাইয়ে মহারণ। মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জ দুই দেশের সামনে। তবে এই ম্যাচ দুই প্রতিবেশি রাষ্ট্রের কাছে সম্মানরক্ষারও বটে। আর এই লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক বোলার মোহাম্মদ আমির।
ভারত বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও পাকিস্তানের বিরুদ্ধে হারেনি। না টি-টোয়েন্টি বিশ্বকাপে, না একদিনের বিশ্বকাপে। তবে এই পরিসংখ্যানের জন্য মোহাম্মদ আমির ভারতকে এগিয়ে রাখছেন না। তার পিছনে অন্য যুক্তি রয়েছে আমিরের।
আমির বলেছেন, 'সত্যি কথা বলতে, টি-টোয়েন্টি ক্রিকেটে আগে থেকে খুব বেশি ভবিষ্যদ্বাণী করা যায় না। তবে ভারত-পাকিস্তান ম্যাচের কথা উঠলে সকলে বলতেই পারে, বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে অপরাজিত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আগে থেকে ওভাবে কিছু বলা যায় না। তবে আমি এই ম্যাচে ভারতকে কিছুটা এগিয়ে রাখব। কারণ ওদের দলের প্লেয়াররা সম্প্রতি আইপিএল খেলেছে এখানে। স্বভাবতই ওরা এখানকার কন্ডিশনের ব্যাপারে পাকিস্তানের চেয়ে বেশি জানে। আমি ৬০-৪০ ভারতকেই এগিয়ে রাখব।'
যদিও পাকিস্তান সামগ্রিকভাবে ভারতের চেয়ে বেশি ম্যাচ জিতেছে, তবুও তারা বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি একবারও। বিশ্বকাপে দুই ফরম্যাট মিলিয়ে ১২-০ তে এগিয়ে রয়েছে ভারত। ওডিআই ওয়ার্ল্ড কাপে ৭ বারের মধ্যে ৭ বারই পাকিস্তানকে হারিয়েছে ভারত, অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ বারের মধ্যে ৫ বারই জিতেছে ভারত।