রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান হারাল ইউক্রেন

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান হারিয়েছে তারা। এ ঘটনা রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে দেশটির জন্য বড় ধাক্কা; কারণ এই বিমানগুলো ইউক্রেনীয় বাহিনীকে দারুণ সহায়তা দিয়ে আসছিল।
কিয়েভ এখনও জানায়নি, তারা ঠিক কতগুলো এফ-১৬ পেয়েছে। তবে এ নিয়ে পশ্চিমাদের সরবরাহ করা অন্তত তিনটি এফ-১৫ ধ্বংস হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
রাশিয়ার হামলা প্রতিহত করতে গিয়ে একটি 'ম্যানুভার'-এর সময় ওই এফ-১৬-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, পাইলট এয়ারক্রাফট গান দিয়ে আকাশে তিনটি লক্ষ্যবস্তু ধ্বংশের পর চতুর্থ লক্ষ্যবস্তুর এগোনো সময় বিমানটিতে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়।
পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। ঘটনাটি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের আগস্টে কিয়েভ জানিয়েছিল, একটি এফ-১৬ যুদ্ধবিমান রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।
এরপর ২০২৫ সালের এপ্রিলে রাশিয়া বলে, তারা একটি এফ-১৬ গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেন সে ঘটনা নিশ্চিত না করলেও তারা বলেছিল, একটি কমব্যাট মিশনে পাইলট পাভলো ইভানোভ নিহত হয়েছেন।
এই ক্ষতি ইউক্রেনের জন্য বড় ধাক্কা। কারণ রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবংর শত্রু যুদ্ধবিমান টার্গেট করতে তারা এফ-১৬-এর ওপর নির্ভরশীল।