যুবাদের স্বপ্নের ফাইনাল আজ

সেমিফাইনালের পর মাঝের দু'দিন হয়তো একটু বেশি সময়ই মনে হয়েছে আকবর আলী-তৌহিদ হৃদয়দের কাছে। এ সময় নিশ্চয়ই স্বপ্নের ফাইনাল বারবার তাদের মাথায় ঘুরপাক খেয়েছে। সেই অপেক্ষা শেষ হয়েছে বাংলাদেশ যুবাদের।
আজ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে।
সব যখন প্রস্তুত, তখন ভাবতে হচ্ছে বৃষ্টি নিয়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পচেফস্ট্রুমে আজ বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সন্ধ্যার সময় ভারী ঝড়ও বয়ে যেতে পারে। সব মিলিয়ে ৪০ থেকে ৪৫ শতাংশ আশঙ্কা আছে বৃষ্টি হওয়ার।
বৃষ্টিতে খেলা না হলেও আপাতত অবশ্য চিন্তা নেই। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। বৃষ্টির কারণে আজ খেলা না হলে ম্যাচ গড়াবে ১০ ফেব্রুয়ারি।
যদি এদিনও বৃষ্টি বাগড়ায় ম্যাচ অনুষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
বাংলাদেশের যুবারা এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাদের দৃষ্টি মাঠের লড়াইয়ে আর শিরোপায়। তবে ফাইনাল ভেবে বাড়তি চাপ নিতে রাজি নন অধিনায়ক আকবর আলী।
যুব দলের অধিনায়ক আকবর বলেন, ‘ফাইনাল ম্যাচ। তবে এটাকে আমরা ফাইনাল ম্যাচ বা বিশ্বকাপ হিসেবে নিতেই হবে, এ রকম চিন্তা করলে হয়তো প্রেসার আমাদের দিকে চলে আসতে পারে। চেষ্টা করছি পুরো টুর্নামেন্ট আমরা যেভাবে স্বাভাবিক খেলা হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবে নেওয়ার।’
এবারের বিশ্বকাপে ভারতের মতো বাংলাদেশও অপরাজিত আছে। সেরা দুই দলের লড়াইটা জমজমাট হবে বলেই বিশ্বাস আকবরের।
তিনি বলেন, ‘ভারত দুর্দান্ত দল। তাদের ব্যাটিং, বোলিং খুব ভালো। টুর্নামেন্টে অপরাজিত রয়েছে, আমরাও অপরাজিত।
আশা করি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে।’
ভারতের বিপক্ষে বাংলাদেশ যুবাদের রেকর্ড যদিও খুব একটা ভালো নয়। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে ১৮টি ম্যাচেই জিতেছে ভারত।
বাংলাদেশের জয় মাত্র ৩টি ম্যাচে। বাকি একটি ম্যাচে ফল আসেনি।
যুব বিশ্বকাপের রেকর্ডেও বাংলাদেশ পিছিয়ে। বিশ্বকাপে চারবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। এর মধ্যে তিন ম্যাচে জিতেছে ভারত। বাংলাদেশের জয় একটি।