প্রথমবার এসেছিলেন মায়ের হাত ধরে, এবার ফিরছেন বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম চুক্তির প্রায় ১৮ বছর হতে চললো। বলা যায় সে সময় মায়ের হাত ধরেই এসেছিলেন কিশোর বয়সী রোনালদো। তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। ইটন ছেড়ে সবেমাত্র অস্ট্রেলিয়ায় যান প্রিন্স হ্যারি। তারপর প্রায় দুই দশক সময়ে বদলে গেছে অনেক কিছুই।
বদলে যাওয়ার এই চক্রে আবারও ওল্ড ট্র্যাফোর্ডে পা রেখেছেন রোনালদো। পার্থক্য শুধু তার মা আর তার সার্বক্ষণিক সঙ্গী নন, আর ইউনাইটেডের হয়ে খেলার জন্য সপ্তাহ প্রতি ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড পাবেন তিনি।
৩৬ বছর বয়সী এই পর্তুগীজ ফুটবল তারকার এখন নিজেরই চার সন্তান আছে। এরমধ্যে প্রথম তিন সন্তানের জন্ম হয়েছে সারোগেসি (গর্ভ ভাড়া) প্রক্রিয়ায়। সবচেয়ে ছোটজনকে রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ গর্ভে ধারণ করেছেন।

রোনালদোর এই ভিন্নধর্মী পিতৃত্বের যাত্রা শুরু হয় ২০১০ সালে, ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্মের পর। হঠাত করেই এ খবর আসায় চমকে যান সবাই, কারণ তখন রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। ইরিনা শায়েক তার সন্তানের মা নন নিশ্চিত করে সন্তানের মায়ের পরিচয় গোপনই রাখেন এই তারকা। সে সময় ক্রিশ্চিয়ানো জুনিয়রের দেখভালের দায়িত্ব ছিল রোনালদোর মায়ের ওপরেই।
২০১৬ সালে রদ্রিগেজের সঙ্গে রোনালদোর দেখা হওয়ার পর দৃশ্যপট বদলে যেতে থাকে। এক বছর পরই ২০১৭ সালে জমজ সন্তান মাতেও ও ইভার বাবা হন রোনালদো। তাদের জন্ম সারোগেট পদ্ধতিতে। তার ঠিক এক মাস পরই রদ্রিগেজ জানান তিনি মা হতে চলেছেন। এর চার মাস পর জন্ম নেয় রোনালদোর সর্বকনিষ্ঠ সন্তান অ্যালানা।
সন্তানদের কাছে অসাধারণ বাবা তিনি। রোনালদোর মতে, তার সন্তানদের কাছে জীবন খুবই সহজ। মাদেইরা থেকে তিনি যখন এই লিসবনে গিয়ে যাত্রা শুরু করেন, সে সময়ে তিনি যে বাসায় থাকতেন তা দেখেই অবাক হয়ে যায় তার ছেলে।

বাবার সাফল্যের কল্যানেই এমন সহজ, বিলাসবহুল জীবন পেয়েছে তারা। বর্তমানে ১০০ কোটি পাউন্ডের মালিক রোনালদো। তার আছে বেশকিছু বিলাসবহুল দ্রব্যের চেইন শপ, হোটেল। বর্তমানে শহরের একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন তিনি, কয়দিন পরই পুরো পরিবারও যোগ দিবে তার সঙ্গে। স্থায়ী বাসার সন্ধান পাওয়ার আগ পর্যন্ত থাকবেন ওই হোটেলেই। চেশায়ারের উইলমস্লো, নাটসফোর্ড, অ্যালডারলি এজ বা প্রেটসবারির মতো কোনো এলাকায় উঠতে পারেন। সন্তানদের পড়াবেন ইংরেজি মাধ্যমের কোনো স্কুলেই।
রোনালদো প্রথমবার যতো বছর বয়সে ইউনাইটেডের লাল জার্সি পড়ে খেলতে নেমেছিলেন, তার বয়স এখন তারচেয়ে দ্বিগুণ। প্রথমবার তিনি ওল্ড ট্রাফোর্ডে আসেন মায়ের হাত ধরে। সবেমাত্র সাফল্যের দেখা পেয়েছেন এমন সময়ে।
সময়ের আবর্তনে আবার যখন তিনি এখানে ফিরে এলেন, তার নিজের রয়েছে চার সন্তান, আর বিশাল এক সাম্রাজ্য।
- সূত্র: ডেইলি মেইল