সৌদি আরবের ‘রেড সি’ প্রকল্পে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো-জর্জিনা
সৌদি আরবের অভিজাত 'রেড সি' বা লোহিত সাগর এলাকায় ভিলা কিনলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।
সোমবার 'রেড সি গ্লোবাল' (আরএসজি) জানিয়েছে, এই তারকা দম্পতি 'নুজুমা, আ রিটজ-কার্লটন রিজার্ভ রেসিডেন্স'-এ দুটি অতি-বিলাসবহুল ভিলা কিনেছেন। সৌদি আরবের পশ্চিম উপকূলে পরিবেশবান্ধব ও আধুনিক পর্যটন গড়ে তোলার পেছনে মূল কারিগর এই আরএসজি।
নুজুমা যেন এক স্বপ্নের জগত। এটি 'রেড সি রেসিডেন্সেস'-এর অংশ। মূল ভূখণ্ড থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে, নীল স্বচ্ছ পানি আর ধবধবে সাদা বালির দ্বীপে গড়ে তোলা হয়েছে মাত্র ১৯টি ভিলা। গোপনীয়তা এখানে এতটাই কড়াকড়ি যে, বিশেষভাবে ভাড়া করা নৌকা বা সিপ্লেন ছাড়া সেখানে যাওয়ার আর কোনো উপায় নেই।
এই রিসোর্টগুলো চালু হওয়ার পর থেকেই রোনালদো ও জর্জিনা বারবার সেখানে গিয়েছেন। রোনালদোর ভাষায়, এটি 'সত্যিই এক অসাধারণ জায়গা'। তিনি জানান, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর নীরবতা তাদের দুজনকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছে, অনুভব করেছেন এক গভীর টান।
তারা মোট দুটি ভিলা কিনেছেন। এর মধ্যে একটি তিন বেডরুমের, যেখানে পুরো পরিবার নিয়ে সময় কাটাবেন। আর অন্যটি দুই বেডরুমের, যা বরাদ্দ থাকবে শুধুই নিজেদের একান্ত অবসরের জন্য।
এই 'রেড সি' প্রকল্প সৌদি আরবের 'ভিশন ২০৩০'-এর অন্যতম প্রধান অংশ। এখানে বিলাসিতার সঙ্গে মেলানো হয়েছে পরিবেশ সুরক্ষাকে। পুরো প্রকল্পটি চলবে নবায়নযোগ্য বা সবুজ শক্তিতে। তাদের লক্ষ্য হলো, ২০৪০ সালের মধ্যে স্থানীয় পরিবেশ ও বাস্তুতন্ত্রের মান ৩০ শতাংশ উন্নত করা।
