বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বাগদান সম্পন্ন হয়েছে।
৩১ বছর বয়সী রদ্রিগেজ সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ খবর জানান।
ছবিতে তার আঙুলে দেখা যায় বড় একটি আংটি। স্প্যানিশ ভাষায় ক্যাপশনে তিনি লিখেছেন, 'হ্যাঁ, রাজি আছি। এ জীবনে ও সব জীবনে।'
রদ্রিগেজ ও ৪০ বছর বয়সী রোনালদোর দুটি কন্যাসন্তান রয়েছে। রদ্রিগেজ রোনালদোর অন্য তিন সন্তানের লালন-পালনেও ভূমিকা রেখেছেন। ২০২২ সালে এ দম্পতির নবজাতক যমজ পুত্র সন্তানের একজনকে হারান।
রোনালদো ২০১৬ সালে রদ্রিগেজের সঙ্গে পরিচিত হন। তখন তিনি (রদ্রিগেজ) মাদ্রিদের একটি গুচি দোকানে কাজ করতেন।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো বর্তমানে সৌদি আরবের আল-নাসর দলে খেলছেন।