সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যানেজার খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। মাত্র ১৪ মাস দায়িত্বে থাকার পর ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করায় সোমবার রুবেন আমোরিমকে বরখাস্ত করা হয়। বর্তমানে ইউনাইটেড প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে রয়েছে এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে আছে।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, এই মৌসুমের বাকি সময়ের জন্য একজন অন্তর্বর্তীকালীন ম্যানেজার নিয়োগের আগে আগামী কয়েকটি ম্যাচে ড্যারেন ফ্লেচারই দলের দায়িত্ব সামলাবেন। তবে প্রশ্ন হলো—এই গ্রীষ্মে স্থায়ীভাবে কার হাতে তুলে দেওয়া হবে ইউনাইটেডের লাগাম?
প্রিমিয়ার লিগের অভিজ্ঞ মুখ
এরিক টেন হাগ, রালফ রাংনিক এবং সর্বশেষ আমোরিমের ব্যর্থতার পর, ইউনাইটেড কি এবার এমন কাউকে বেছে নেবে, যার প্রিমিয়ার লিগে পরীক্ষিত অভিজ্ঞতা রয়েছে?
অ্যাস্টন ভিলাকে অবনমনের দ্বারপ্রান্ত থেকে ইউরোপের মঞ্চে ফিরিয়ে আনা এবং চলতি মৌসুমে শিরোপার লড়াইয়ে যুক্ত করার পেছনে উনাই এমেরির ভূমিকা প্রশংসনীয়। ভিলা বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে—শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ছয় পয়েন্ট পিছিয়ে। তবে আর্সেনালের দায়িত্বে থাকার সময় এমেরির অম্লমধুর অভিজ্ঞতা কি তার বিপক্ষে যাবে, সেটিও বিবেচনায় আসতে পারে।
গত মৌসুমে তুলনামূলকভাবে স্বল্প পরিচিত বোর্নমাউথকে নবম স্থানে তুলে এনে নজর কাড়েন আন্দোনি ইরাওলা। চেরিরা বর্তমানে টানা ১১ ম্যাচ জয়হীন থাকলেও, সুযোগ পেলে ইউনাইটেডকে 'না' বলা তার জন্য কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
গ্রীষ্মে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে অলিভার গ্লাজনারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার দল গত মৌসুমে এফএ কাপ জিতেছিল। অন্যদিকে এডি হাও কারাবাও কাপ জিতে নিউক্যাসলের দীর্ঘদিনের বড় ট্রফির অপেক্ষার অবসান ঘটিয়েছেন। দুজনেই নতুন চ্যালেঞ্জে আগ্রহী হতে পারেন।
ইউনাইটেডের সঙ্গে সংযোগ আছে এমন নাম
পরবর্তী স্থায়ী ম্যানেজার কি ইউনাইটেডেরই ভেতর থেকে আসতে পারেন? ৪১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার ও বর্তমান অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ইউনাইটেডের হয়ে ১১ বছর খেলেছেন।
আরেকজন শক্ত দাবিদার সাবেক ইউনাইটেড মিডফিল্ডার মাইকেল ক্যারিক। গত জুনে মিডলসব্রোতে নিজের প্রথম ম্যানেজার হিসেবে দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার পর তিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন। ৪৪ বছর বয়সী ক্যারিক ওয়েস্ট হ্যাম ও টটেনহ্যামের হয়েও খেলেছেন। ইউনাইটেডের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে তিনি ৪৬৩টি ম্যাচ খেলেছেন এবং ২০১৮ সালে অবসরের আগে জিতেছেন ১৭টি ট্রফি। গ্রীষ্মের আগে তিনি নতুন কোনো দায়িত্ব নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
ইপসউইচ টাউনের কোচ কিরান ম্যাককেনাও ইউনাইটেডের সঙ্গে জড়িয়ে থাকা আরেকটি নাম। ৩৯ বছর বয়সী এই সাবেক ইউনাইটেড সহকারী কোচ ইপসউইচে নিজের প্রথম কোচিং দায়িত্বেই সবাইকে মুগ্ধ করেছেন। টানা দুই মৌসুম প্রমোশন এনে দলটিকে প্রিমিয়ার লিগে তুলেছিলেন তিনি। গত মৌসুমে অবনমনের পর এবার চ্যাম্পিয়নশিপে ইপসউইচকে তৃতীয় স্থানে রেখেছেন। চলতি মৌসুমে আবার প্রমোশন নিশ্চিত করতে পারলে তার দাবি নিঃসন্দেহে আরও জোরালো হবে।
ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ও কোচ ওলে গানার সুলশার কি ফিরতে পারেন? বিষয়টি আপাতদৃষ্টিতে অসম্ভাব্য হলেও, তিনি বর্তমানে কোনো ক্লাবে নেই এবং সমর্থকদের কাছে এখনো জনপ্রিয়। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তার তিন বছরের অধ্যায় হতাশাজনকভাবে শেষ হয়েছিল। তবে তিনি যে কাজ করেছিলেন, তার জন্য কি তিনি আরও বেশি স্বীকৃতি পাওয়ার দাবিদার নন?
চার বছর আগে সুলশারের অধীনে ইউনাইটেড প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয়েছিল এবং করেছিল ৭৩টি গোল—যা ২০১৩ সালে ফার্গুসন যুগের অবসানের পর এক মৌসুমে তাদের সর্বোচ্চ।
ইউরোপীয় মহাদেশের বিকল্প
ইউনাইটেডের নজর ইউরোপের বেশ কয়েকজন বড় নামের দিকেও যেতে পারে।
যে নামটি বারবার আলোচনায় আসে, তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনো। এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায়, ইউনাইটেডের স্থায়ী কোচ নিয়োগে কিছুটা অপেক্ষা করা তার জন্য সুবিধাজনক হতে পারে।
অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকা আরেকটি নাম বার্সেলোনার সাবেক কোচ জাভি। ২০২৪ সাল থেকে তিনি কোনো দলের দায়িত্বে নেই। প্রিমিয়ার লিগে কাজ করার সুযোগ তার জন্য যে আকর্ষণীয় হবে, তা বলাই বাহুল্য।
বার্সেলোনার আরেক সাবেক ম্যানেজার লুইস এনরিকে গত মৌসুমে পিএসজির সঙ্গে ট্রেবল জয়ের অংশ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি এখনও পিএসজির দায়িত্বে আছেন এবং ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে প্রায় সবকিছুই জিতেছেন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার চার বছর পরও কিংবদন্তি জিনেদিন জিদান কোনো ক্লাবের দায়িত্ব নেননি। তবে তিনি কি এখনও ফ্রান্স জাতীয় দলের চাকরির অপেক্ষায় আছেন?
ব্রাইটনের হয়ে ইংল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা থাকা রবার্তো ডি জারবি বর্তমানে মার্সেইতে দারুণ কাজ করছেন। তবে মনের কথা সরাসরি বলার জন্য তিনি পরিচিত। ইউনাইটেডের কর্মকর্তাদের কাছে তিনি কি অতিরিক্ত মেজাজি বলে বিবেচিত হবেন?
আর কারা থাকতে পারেন তালিকায়
গ্যারেথ সাউথগেটের নাম দীর্ঘদিন ধরেই ইউনাইটেডের সঙ্গে জড়িয়ে আছে। তবে আমোরিম নিয়োগ পাওয়ার আগে তিনি নিজেই সরে দাঁড়ান, এই যুক্তি দেখিয়ে যে ইংল্যান্ড ছাড়ার পর অন্তত এক বছর তিনি কোচিংয়ে ফিরবেন না। ২০২৪ সালের জুলাই থেকে ম্যানেজমেন্টের বাইরে থাকায় এখন কি তিনি ফেরার জন্য প্রস্তুত?
সাউথগেট আট বছরে ১০২ ম্যাচে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলকে দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও একটি বিশ্বকাপ সেমিফাইনালে তুলেছেন। ইউনাইটেডের সহ-মালিক স্যার জিম র্যাটক্লিফ তার বড় ভক্ত হিসেবে পরিচিত। তবে ১৬ বছর আগে মিডলসব্রো ছাড়ার পর ক্লাব পর্যায়ে আর কোনো দলের ম্যানেজারের দায়িত্ব নেননি সাউথগেট।
এনজো মারেস্কার বিষয়টিও বিবেচনায় আসতে পারে। গত সপ্তাহে চেলসি থেকে বরখাস্ত হওয়ায় তিনি এখন সহজলভ্য। সাউথগেটের মতোই, স্বল্প বা দীর্ঘ—দুই মেয়াদেই তিনি ইউনাইটেডের জন্য একটি সম্ভাব্য বিকল্প হতে পারেন।
