হাসপাতাল থেকে ছাড়া পেলেন বরিস জনসন

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তিনি এখনই কাজে যোগ দেবেন না।
এর আগে, করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার ১০ দিন পর গত রোববার ৫৫ বছর বয়সী জনসনকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। তিন রাত আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার তাকে ওয়ার্ডে আনা হয়। খবর বিবিসির।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বরিস জনসন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন।
এদিকে বরিসের বাগদত্তা ক্যারি সাইমন্ডস টুইট বার্তায় লিখেছেন, 'যারা শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমার নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছে।'
তিনি আরও লিখেছেন, 'গত সপ্তাহটি খুবই অন্ধকারের মধ্যে কাটাতে হয়েছিল। যাদের ভালোবাসার মানুষেরা অসুস্থ, তাদের মনের অবস্থা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।'
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার বাংলাদেশি সময় রাত সাড়ে আটটা পর্যন্ত বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যুক্তরাজ্যে প্রায় ৭৯ হাজার জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৪৪ জন সেরে উঠলেও এ পর্যন্ত প্রাণ গেছে ৯ হাজার ৮৭৫ জনের।