পেনসিলভানিয়া ও মিশিগানে ট্রাম্পের মামলা খারিজ

মার্কিন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারকরা। নির্বাচনে জালিয়াতির অভিযোগের প্রমাণ না থাকায় তারা এসব মামলা খারিজ করে দেন।
পেনসিলভানিয়া রাজ্যে ট্রাম্প শিবিরের মেইল ব্যালট সংক্রান্ত মামলা খারিজ করে দেন আপিল আদালত। মিশিগানে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে করা মামলা ভিত্তিহীন জানিয়ে খারিজ করা হয়। অ্যারিজোনায় করা মামলায় পরাজয় নিশ্চিত হওয়ায় মামলা থেকে সরে আসে ট্রাম্পের দল। এ ব্যাপারে আর বিচারকের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন বর্তমান প্রেসিডেন্টের আইনজীবী।
এদিকে, ডেমোক্র্যাট শিবিরের আইনজীবী মার্ক এলিয়াস জানান, 'অনিবার্য ফলাফল এড়াতে ট্রাম্প আইনি পদক্ষেপ নিচ্ছেন।'
ট্রাম্পের সকল আইনি পদক্ষেপ ব্যর্থ হয়নি; কিছু ক্ষেত্রে জয়লাভ করলেও তা সার্বিক ফলাফল পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না। গত বৃহস্পতিবার নির্ধারিত সময়ে পরে আসা ভোট গণনার বিরুদ্ধে রায় দেন পেনসিলভানিয়ার এক বিচারক। তবে এই রায়ের পরও রাজ্যটির ফলাফল ট্রাম্পের অনুকূলে থাকবে না।
সব মিলিয়ে ফেডারেল কোর্ট ও অঙ্গরাজ্যগুলোর আদালতে দায়ের করা মামলার ফলাফল ট্রাম্পের অনুকূলে থাকছে না। ট্রাম্পের আইনি পরিষেবা প্রদানকারী সংস্থাও মামলা থেকে সরে দাঁড়িয়েছে।
নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মামলা করা হলেও আদালতে কোনো প্রমাণ দেখাতে পারেনি ট্রাম্প শিবির। জালিয়াতির দাবি করে আসলেও অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ নেই বলে আদালতে জানান ট্রাম্প শিবিরের আইনজীবীরা।
তবে এখনো মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ট্রাম্প শিবির। আইনি লড়াইয়ের জন্য অনুদানের অনুরোধও জানানো হয়েছে। শনিবার ওয়াশিংটনে এক সমাবেশে ট্রাম্প যোগ দিতে পারেন বলে জানা গেছে।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করে নিতে প্রস্তুত নন এবং তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
ওয়াশিংটনের এক সভায় তিনি বলেন, 'দেশজুড়ে বিভিন্ন রাজ্যে আমাদের মামলা চলছে। আমি প্রতিজ্ঞা করছি, সব বৈধ ভোট গণনা হওয়া পর্যন্ত এবং অবৈধ ভোট বাতিল হওয়ার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।'
- সূত্র: এনপিআর