ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ আবারো ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় বারের মতো ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের জারি করা এক আদেশে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে– জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসাথে নতুন করে তিনজন পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে সাত সদস্যের নতুন বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটির শেয়ারধারী এই তিনজন পরিচালক হলেন: বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের।
স্বতন্ত্র পরিচালকরা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নাইন, সীমান্ত ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক ড. মেলিটা মেহজাবিন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আব্দুস সাত্তার সরকার।
বাংলাদেশ ব্যাংক বলেছে, নীতিগত সিদ্ধান্ত নিতে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ব্যর্থতার কারণেই ব্যাংকটির অবস্থার অবনতি হয়েছে। ব্যাংকের বোর্ড সদস্যরা আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।
দেশের আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থাটি গত বছরের ডিসেম্বরে প্রথমবার ন্যাশনাল ব্যাংকের পরিচালক বোর্ড ভেঙে দেয় ও পুনর্গঠন করেছিল। চলতি বছরের মে মাসে দ্বিতীয়বারের মতো সেই বোর্ডও ভেঙে দেওয়া হয়।