বিএফআইইউ প্রধান নিয়োগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)-প্রধান কর্মকর্তা নিয়োগের সুপারিশের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে।
আজ (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের সমন্বয় বাছাই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহীউদ্দীন, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল।
অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পাঁচ সদস্যের সমন্বয় বাছাই কমিটিতে গভর্নর আছেন।'
প্রসঙ্গত, চলতি বছর বিএফআইইউয়ের সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করা হয়। গত আগস্ট মাসে ফেসবুকে তার একটি আপত্তিকর ভিডিও সামনে আসার পর ওই মাসের ১৯ তারিখ থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তিনি।
সেসময় অর্থ মন্ত্রণালয় একটি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।