কালো টাকা সাদা করার দরজা খোলা

শেয়ার বাজার, রিয়েল এস্টেট থেকে শুরু করে ব্যাংক ডিপোজিট- সব ক্ষেত্রেই বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। ১ জুলাই ২০২০ থেকে এটি কার্যকর হবে।
মাত্র ১০ শতাংশ কর দেওয়ার মাধ্যমে নিজেদের কালো টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবেন নাগরিকরা।
কোনো রকম জরিমানা ছাড়াই নিজেদের বিনিয়োগের বিপরীতে মাত্র ১০ শতাংশ হারে কর দিয়ে শেয়ার বাজার, মিচুয়াল ফান্ড ও বন্ডের মতো আর্থিক নিরাপত্তা খাতে কর-বহির্ভূত টাকা বিনিয়োগ করার সুযোগ পাবেন তারা।
এর ফলে অপ্রকাশিত সূত্র থেকে উপার্জিত অর্থ দুই দশকেরও বেশি সময় পর শেয়ার বাজারে ব্যবহারের সুযোগ ঘটবে।
রিয়েল এস্টেট খাতে কর-বহির্ভূত টাকা বর্তমানে শুধু অ্যাপার্টমেন্ট কেনায় বিনিয়োগ করা যায়। নতুন বাজেট অনুসারে, আগামি অর্থবছর থেকে এই টাকা জমি ক্রয় ও প্রস্তুতকরণেও ব্যবহার করা যাবে। তবে জমির অবস্থানের ওপর নির্ভর করে এ ক্ষেত্রে স্কয়ার মিটারপ্রতি ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে।