ওপেনিং সেশনে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)- উভয় শেয়ারবাজারেই ওপেনিং সেশনে লেনদেনের সঙ্গে সূচক বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার ট্রেডিং সেশনের প্রথম দেড় ঘণ্টায় নিম্নমুখী টার্নওভারের মাঝে বৃদ্ধি পায় শেয়ার সূচক।
ডিএসইর প্রধান সূচক ডিসিইএক্স দশমিক ৪৩ শতাংশ বা ২৫ দশমিক ৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে আজ বেলা সাড়ে এগারটায় ৫ হাজার ৮৫২ পয়েন্টে পৌঁছায়।
এ সময় ডিএসইর টার্নওভার এক শতাংশ কমে ৪৬৯ কোটি টাকায় এসে ঠেকে।
অন্যদিকে, ডিএসই শরীয়াহ ইনডেক্স দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৯৬ পয়েন্টে পৌঁছে। এছাড়া, ব্লু-চিপ সূচক দশমিক ৬৩ শতাংশ বেড়ে ২ হাজার ২২১ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।
এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৪টির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে, ১০৮টি কোম্পানির শেয়ারমূল্য কমেছে এবং অপরিবর্তিত আছে ৮৮টি।
বেলা সাড়ে এগারটা পর্যন্ত সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৭ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।