পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ারবাজার সূচক

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আজ ঢাকার শেয়ারবাজারে দেখা দিয়েছে বড় রকমের দরপতন। ডিএসইএক্স সূচক বুধবার (৭ মে) ১৪৯ পয়েন্ট বা ৩ শতাংশ পড়ে ৪,৮০২ পয়েন্টে নেমে এসেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। একদিনে এই পতন ২০২৪ সালের ২৯ অক্টোবরের পর সর্বোচ্চ।
আজ বাজারজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন মাত্র ৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৩৮৫টির কমেছে এবং পাঁচটির দর অপরিবর্তিত ছিল।
মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'ভারত-পাকিস্তান যদ্ধের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ভু-রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।'
তিনি আরও জানান, সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে একটি চিঠি এসেছে, যেখানে বলা হয়েছে যে আগামী ১১ মে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করবেন। বৈঠকে অর্থ উপদেষ্টা, এফআইডি সচিব এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান উপস্থিত থাকবেন। বাজার উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হবে বৈঠকে।
আশিকুর বলেন, 'এই ঘোষণা কিছুটা হলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারতো, তবে আজকের বড় পতন মূলত ভারত-পাকিস্তান যুদ্ধের প্রতিক্রিয়া।'
একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'বাজারে গুজব ছড়িয়েছে যে সরকার বর্তমান বিএসইসি চেয়ারম্যানকে সরিয়ে দেবে। তবে এফআইডির চিঠি থেকে বোঝা যাচ্ছে তিনি আপাতত থাকছেন। অথচ বাজারের বেশিরভাগ বিনিয়োগকারী এবং ইন্টারমিডিয়ারি তার অপসারণ চাচ্ছেন। এই অনিশ্চয়তাও বাজার পতনের আরেকটি কারণ।'