‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 

হামজার বাংলাদেশ সফর ছিল দারুণ উৎসাহব্যঞ্জক। ১৭ ও ১৮ মার্চ নিজ জেলা হবিগঞ্জে তাকে নিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকায় তার অনুশীলন সেশনেও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।