মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাচ্ছে ইরান, দাবি ওয়াশিংটন পোস্টের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ হয়ে গেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও সময় লাগবে।

 
             
 
 
 
![১৯৭৯ সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে সরিয়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে ক্ষমতায় বসানোর পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ইরান [ফাইল ছবি: এএফপি]](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/medium_2/public/images/2025/06/24/ezgif-81f9ecd49ad49f.jpg) 
 
 
 
