মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাচ্ছে ইরান, দাবি ওয়াশিংটন পোস্টের

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত ফোনালাপে ইরানি কর্মকর্তারা মার্কিন বিমান হামলায় তাদের পারমাণবিক স্থাপনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। মার্কিন সরকারের গোপন গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণে যুক্ত চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে এ দাবি করা হয়।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সূত্র ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করলেও বলেন, 'ইরানি কর্মকর্তারা আদৌ সত্য বলছেন কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। তিনি বলেন, ইরানের এসব কথোপকথন বিশ্বাসযোগ্য কোনো নির্দেশনা নয়।'
তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এর আগেও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) এক ফাঁস হওয়া প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল, এই হামলা ইরানকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 'সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন' হয়ে গেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও সময় লাগবে।
হোয়াইট হাউজ ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে বলা হয়, 'শত শত ফুট ধ্বংসস্তূপের নিচে কী ঘটেছে, তা কোনো অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তা জানেন—এমন ধারণা নেহাতই হাস্যকর। তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অবসান হয়ে গেছে।'
রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। 'সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো' অনুষ্ঠানে তিনি বলেন, 'এটা এমনভাবে নিশ্চিহ্ন হয়েছে, যা কেউ কখনও দেখেনি। অন্তত কিছু সময়ের জন্য এটাই তাদের পারমাণবিক উচ্চাশার অবসান ঘটিয়েছে।'