বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার সংবাদমাধ্যমের ওপরও পড়ল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আবেদনকারী সব বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বা সংবাদ সংগ্রহের অনুমতি বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির এই সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের জন্য কার্যকরভাবে 'মিডিয়া ব্ল্যাকআউট' তৈরি হয়েছে। এর মাধ্যমে দুই স্বাগতিক দেশ ভারত এবং শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ কাভার করতে পারবেন না বাংলাদেশি সাংবাদিকরা।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির একজন সদস্য। তিনি জানান, বাংলাদেশি সাংবাদিকদের প্রায় ১৩০ থেকে ১৫০টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
নিরাপত্তা ঝুঁকির কথা বলে বিসিবি ভারত সফরে অস্বীকৃতি জানানোর পর সম্প্রতি আইসিসি বাংলাদেশ দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। দল বাদ পড়ার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাংবাদিকদের বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হলো।
গণমাধ্যমের সঙ্গে এমন আচরণে সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশি সাংবাদিক সংগঠনগুলো এখন তথ্য মন্ত্রণালয় এবং বিসিবির মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছে।
বিশেষ করে, সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্যও কেন প্রবেশাধিকার বা অ্যাক্রেডিটেশন দেওয়া হলো না, সে বিষয়ে তারা আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে।
