বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: স্টেডিয়ামের বাইরে দর্শকদের দীর্ঘ সারি

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (১০ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুরের।
দুপুর দুইটার আগেই ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায় ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বাফুফে এই ম্যাচের ১৮ হাজার ৩০০ টিকিট ছেড়েছিল, যা দ্রুতই অনলাইনে 'সোল্ড আউট' হয়ে যায়।
অনলাইনে টিকিট না পেলেও শেষ পর্যন্ত যারা গ্যালারিতে জায়গা পেয়েছেন তাদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
বেলা দুইটায় গেট খোলার কথা থাকলেও নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর গেট সীমিতভাবে চালু হয়।
এরপরই স্টেডিয়ামের ৩৬ হাজার আসনের চারপাশজুড়ে ছড়িয়ে পড়ে সমর্থকদের ঢল।
তবে নিরাপত্তা ও আয়োজনে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেসন্ধ্যা ৫টার পর আর কাউকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়।
তাই আগে প্রবেশের জন্য প্রতিটি গেটে ফুটবলপ্রেমীরা লম্বা সারিতে অপেক্ষা করতে দেখা যায়।