যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

শেষ পর্যন্ত লিভারপুলেই থেকে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে তার ক্লাব-ভবিষ্যৎ ঘিরে যে জল্পনা-কল্পনা চলছিল, তার অবসান ঘটেছে। অথচ কিছুদিন আগেও মনে হচ্ছিল, লিভারপুলে সালাহর সময় হয়তো শেষের পথে।
গত নভেম্বরেই এক সাক্ষাৎকারে সালাহ ইঙ্গিত দিয়েছিলেন, তিনি 'থাকার চেয়ে যাওয়ার দিকেই' বেশি ঝুঁকে আছেন। সেই সময় তার মন্তব্য ঘিরে শঙ্কা তৈরি হয়েছিল, সত্যিই কি লিভারপুল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন এ মিশরীয় তারকা?
শুরু থেকেই সালাহ চেয়েছিলেন অ্যানফিল্ডেই থাকতে, তবে সেটা নির্ভর করছিল কিছু শর্তের ওপর। তার চাওয়া আর ক্লাবের হিসেব মেলাতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত মার্চের শেষ দিকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। সালাহর এজেন্ট রামি আব্বাস ইসা ও লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজের মধ্যে বৈঠকেই চুক্তির জট খুলে যায়। আনুষ্ঠানিকতা শেষ হয় এই সপ্তাহেই।
চুক্তির খবর এতটাই গোপন রাখা হয়েছিল যে, ক্লাবের ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন পর্যন্ত জানিয়েছেন—তিনি সালাহর চুক্তি নবায়নের কথা জেনেছেন এই বৃহস্পতিবার।
নতুন চুক্তিতে সালাহ প্রতি সপ্তাহে পাবেন প্রায় ৪ লাখ পাউন্ড, টাকার অঙ্কে যা প্রায় ৬ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার টাকা। খেলোয়াড়ি জীবনের এই পর্যায়ে এমন আর্থিক নিরাপত্তা খুব কম ফুটবলারই পান। কিন্তু সালাহ ব্যতিক্রম—লিভারপুলও তাকে অন্য চোখে দেখে।
তাদের চোখে সালাহ শুধু একজন গোলস্কোরার নন, বরং দলের প্রাণভোমরা। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত ৫৪টি গোলে অবদান রেখেছেন। তার পরিবর্তে সমমানের কোনো খেলোয়াড় আনা যে শুধু কঠিনই হবে না, বরং অনেক ব্যয়বহুলও হয়ে দাঁড়াবে।
লিভারপুলের আরেক তারকা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোর গুঞ্জন রয়েছে।আর্নল্ডের দলবদলের কারণে লিভারপুলের বেতন কাঠামোতে যে জায়গা তৈরি হবে, সেটি-ই সালাহ ও ভার্জিল ফন ডাইকের চুক্তি নবায়নে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।
৫০০ মিলিয়ন পাউন্ডেও মন গলেনি
সৌদি আরবের একটি ক্লাব সালাহকে অন্তত ৫০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। অর্থের দিক দিয়ে সৌদির প্রস্তাবটি ছিল রীতিমতো চোখধাঁধানো। তবে সালাহ অর্থের চেয়ে ক্যারিয়ারের লক্ষ্যকে প্রাধান্য দিয়েছেন।
জানা গেছে, সৌদি প্রো লিগে খেলার এই প্রস্তাব প্রথম উঠেছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সৌদি ক্লাবগুলো এখনো আশায় আছে ভবিষ্যতে তাকে পাওয়া যাবে। তবে আপাতত সালাহর লক্ষ্য ইউরোপেই সেরা পর্যায়ে খেলে নিজের জায়গা আরও পোক্ত করা।
সালাহ বিশ্বাস করেন, তার শারীরিক সক্ষমতা ও পেশাদারিত্বের মানসিকতা তাকে আগামী তিন বছর শীর্ষ পর্যায়ে খেলতে সহায়তা করবে।
লিভারপুলকে ২০তম লিগ শিরোপা এনে দিতে চান তিনি, আবারও জিততে চান চ্যাম্পিয়নস লিগো।
তবে সালাহর লক্ষ্য শুধু ক্লাবের সাফল্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তিগতভাবে তার স্বপ্ন ব্যালন ডি'অর জেতা—যেখানে এখন পর্যন্ত তার সেরা অবস্থান ২০১৯ ও ২০২২ সালে পঞ্চম স্থান।
সালাহর চুক্তি নবায়নের পেছনে তার পারিবারিক দিকটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্ত্রী ম্যাগি এবং দুই কন্যা মক্কা ও কায়ান মেরিসাইডে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন।পরিবারও লিভারপুলে থাকতে চাইছিল। ফলে সেটিও সালাহর সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
সবমিলিয়ে, সালাহর এই সিদ্ধান্ত শুধু লিভারপুলের জন্য নয়, প্রিমিয়ার লিগের ভক্তদের জন্যও বিশাল এক স্বস্তির খবর।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন