হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি

একজনের আগমনেই জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। পুরনো দিনের মতো করে সবখানে চলছে ফুটবলের চর্চা। যে মানুষকে কেন্দ্র করে এতো উন্মাদনা, তিনি যে হামজা চৌধুরী; তা বলে দিতে হচ্ছে না। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই ফুটবলার লাল-সবুজ জার্সি গায়ে তোলার অপেক্ষায়। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে হামজার।
এই ম্যাচ খেলতে ১৭ মার্চ দেশে আসেন ডিফেন্ডিভ এই মিডফিল্ডার। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি ছিল বাফুফের। অনেক ফুটবলপ্রেমী হাজির হন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সিলেটে পা রেখেই নিজেকে ঘিরে উন্মাদনা টের পান হামজা, চোখের সামনেই দেখতে পান নিজের নামে চলছে স্লোগান। একদিন নিজ বাড়িতে থেকে ঢাকা এসেছেন তিনি। সতীর্থদের সঙ্গে পরিচিত হয়েছেন, কথা বলেছেন সংবাদমাধ্যমে।
দেশের ফুটবল আলোচনার সবটাজুড়ে কেবল হামজাই। এই আলোচনায় শামিল হয়েছেন মাশরাফি বিন মুর্তজাও। নতুন ফুটবল জোয়ার দেখে শৈশবে ফিরে গেছেন ওয়ানডেতে দেশের ইতিহাসের সফলতম অধিনায়ক। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারকা ফুটবলারকে স্বাগত জানিয়েছেন মাশরাফি। হামজার আগমনে ফুটবলের প্রথম রোমাঞ্চ টের পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
হামজার ছবি পোস্ট করে সাবেক এই অধিনায়ক লিখেছেন, 'বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া '
হামজার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি লিখেছেন, 'আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা। আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে।'
'স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করবো, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।'
কয়েক বছর ধরে বাংলাদেশ ফুটবল দলে খেলছেন দুই প্রবাসী জামাল ভূঁইয়া ও তারেক কাজী। এ দুজনসহ ভবিষ্যতে যারা দেশের হয়ে খেলতে আসবেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাশরাফি সবশেষে লিখেছেন, 'জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।'