Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
December 21, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, DECEMBER 21, 2025
আজ বিশ্ব মেডিটেশন দিবস

মতামত

ফৌজিয়া আফরিন তিলু
21 December, 2025, 01:40 pm
Last modified: 21 December, 2025, 01:40 pm

Related News

  • সংকটে পুরো এক প্রজন্ম: তরুণরা কেন এত অসুখী?
  • নাতি-নাতনি হওয়ার পর যেভাবে প্রবীণরা আগের চেয়ে সুস্থ হয়ে ওঠেন
  • টিকটকের শীর্ষ ১০০ মানসিক স্বাস্থ্য ভিডিওর অর্ধেকের বেশি ভুল তথ্য ছড়ায়: গবেষণা
  • ডিজনির প্রিন্সেসরাও অসুস্থ হয়: ‘হ্যাপিলি এভার আফটার’ থাকার যত স্বাস্থ্য ঝুঁকি
  • ঘাস স্পর্শ করলে আমাদের দেহ যেভাবে প্রতিক্রিয়া জানায়

আজ বিশ্ব মেডিটেশন দিবস

মেডিটেশনের হাজারও পদ্ধতি আছে ভারতবর্ষে। শিবের প্রদত্ত ১১২টি আদিম যোগ পদ্ধতি, সুফিদের মোরাকাবা-মোশাহাদা, বৌদ্ধদের বিপাসনা। তবে সব পদ্ধতির উদ্দেশ্যই এক এবং তা হলো সত্যিকারের ‘আমি’র সন্ধান। 
ফৌজিয়া আফরিন তিলু
21 December, 2025, 01:40 pm
Last modified: 21 December, 2025, 01:40 pm
প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ

অভিনয়, মঞ্চ এবং মেডিটেশন তিনটি ভিন্ন শব্দ হলেও বাস্তবে এগুলো একে অপরের পরিপূরক। 

মঞ্চে অভিনয় হলো মানুষের অনুভূতির অন্তর্নিহিত সত্য প্রকাশের এক অনন্য মাধ্যম। অভিনয় শুধু সংলাপ মুখস্থ করে বলা বা শারীরিক গতিবিধি প্রদর্শনের নাম নয় বরং অভিনয় হলো অনুভূতির এক অনন্য যাত্রা—যেখানে অভিনেতাকে তার ভেতরের নীরবতা, আবেগ এবং চিন্তার গভীরে যেতে হয়। এখানেই অভিনয়ের সঙ্গী হয়ে ওঠে মেডিটেশন। 

মানুষের দুটি দিক আছে—একটি ভেতরের, আরেকটি বাইরের। বাইরের দিক হলো শরীরী অস্তিত্ব, আর ভেতরের দিক হলো অশরীরী সত্তা। মেডিটেশনের ফলে এই শরীরী অস্তিত্বের সীমা অতিক্রম করে নিজের প্রকৃত অশরীরী সত্তাকে উপলব্ধি করা যায়। এটি এমনই একটি পদ্ধতি যার মাধ্যমে শরীর, মন, আবেগ এবং বুদ্ধিকে অতিক্রম করে মূল 'আমি'কে খুঁজে পাওয়া যায়।

মেডিটেশনের হাজারও পদ্ধতি আছে ভারতবর্ষে। শিবের প্রদত্ত ১১২টি আদিম যোগ পদ্ধতি, সুফিদের মোরাকাবা-মোশাহাদা, বৌদ্ধদের বিপাসনা। তবে সব পদ্ধতির উদ্দেশ্যই এক এবং তা হলো সত্যিকারের 'আমি'র সন্ধান। 

এই 'আমি'র সন্ধান পেলে সৃষ্টির সত্তাকে খুঁজে পাওয়া যায়। তাই ইমাম গাজ্জালী বলেছেন, 'নিজেকে জানাই আল্লাহকে জানার চাবি'। একইভাবে সক্রেটিসও বলেছেন, নো দাইসেল্ফ (Know thyself) বা নিজেকে জানো। নিজের এই সত্তাকে সন্ধানের পথই হলো মেডিটেশন। 

মেডিটেশন শুধু মানসিক শান্তির অনুশীলন নয় বরং জ্ঞান, শিল্প, সৃজনশীলতা এবং পারফরম্যান্সকে পরিশীলিত করে তোলার এক শক্তিশালী উপায়ও বটে। যা মানুষকে নিয়ে যায় তার প্রকৃত সত্য সত্তার সন্ধানে। 

অভিনয়ের ক্ষেত্রে মেডিটেশন অভিনেতার শরীর, মন, আবেগ ও বুদ্ধির ওপর গভীর নিয়ন্ত্রণ তৈরি করে। ফলে সে চরিত্রের সূক্ষ্মতম অনুভূতিকে অনুভব ও প্রকাশ করতে পারে। মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা যাদের আছে তারা জানেন, দর্শকের সামনে দাঁড়ানো অনেক সময়ই ভীতি, অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষত, কোনো তীব্র আবেগঘন দৃশ্যে চরিত্রের যন্ত্রণা বা আনন্দকে মঞ্চে প্রকাশ করতে গেলে অভিনেতার প্রয়োজন হয় গভীর মনোযোগ। আর মেডিটেশন মনের অস্থিরতাকে শান্ত করে মনকে কেন্দ্রীভূত রাখে এবং আত্মবিশ্বাস তৈরি করে। 

থিয়েটার চিন্তক ও গবেষকরা এ বিষয়ে দীর্ঘসময় গবেষণা করেছেন। রুশ নাট্যতাত্ত্বিক কনস্তান্তিন স্তানিস্লাভেস্কি অভিনয়ে ইনার ট্রুথ (Inner Truth) বা অন্তর্গত সত্য অনুসন্ধানের ওপর জোর দিয়ে মনোসংযোগ, আবেগ ও কল্পনার গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, একজন অভিনেতা তখনই চরিত্রের সত্য উপলব্ধি করতে পারেন, যখন তিনি নিজের ভেতরকার স্তরগুলোকে চিনতে শেখেন এবং ঘটমান বর্তমানে পুরোপুরি উপস্থিত থাকতে পারে। 

আবার মাইকেল চেখভ অভিনয়ে সাইকোলজিক্যাল গেশ্চার (Psychological Gesture) পদ্ধতি প্রয়োগ করে দেখিয়েছেন কীভাবে মনের শক্তি ও শরীরী ভঙ্গিমার সমন্বয়ে চরিত্রের অনুভূতি ও উদ্দেশ্য বোঝা যায়। ইয়ের্জি গ্রোটোস্কি পুওর থিয়েটার (Poor Theatre)-এ শরীরকে জীবন্ত পাত্র হিসেবে বিবেচনা করে অভিনেতার শ্বাস, নীরবতা ও মনোসংযোগকে শারীরিক এবং আধ্যাত্মিক প্রস্তুতির অঙ্গ হিসেবে ব্যবহার করেছেন। তার মতে, অভিনেতার প্রয়োজন নিজের অভ্যন্তরীণ দেওয়ালগুলো ভেঙে ফেলা; যাতে তিনি নিজের ভেতরের সত্তা এবং সত্যকে চেনার সুযোগ পান। 

মায়ারহোল্ড তার বায়োমেকানিক্স (Biomechanics) পদ্ধতিতে কর্মকৌশল ও মনোযোগ নিয়ন্ত্রণের মধ্যদিয়ে অভিনয়ের নির্ভুলতা অর্জনের কথা বলেছেন; যার মূল ভিত্তি হলো মাইন্ডফুলনেস। জাপানি নাট্যতাত্ত্বিক সুজুকি অভিনেতার উপস্থিতি, ভারসাম্য ও শ্বাসকে গুরুত্ব দিয়ে শরীরকে বর্তমান মুহূর্তে স্থির রাখার প্রশিক্ষণ দিয়েছেন—যা গভীর ধ্যানাবস্থার সৃষ্টি করে। 

অ্যানা বোয়ার্ডের জন্যে ভিউ পয়েন্ট (View Points) গভীর মনোযোগ ও বর্তমানে সম্পূর্ণ উপস্থিত থাকার পন্থা। তার মতে, পারফরম্যান্স হলো শোনা, অনুভব করা এবং ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে মুহূর্ত তৈরি করা। মেডিটেশনের ফলে অ্যাক্টর অ্যাওয়ারনেস (Actor awareness) বৃদ্ধি পায় এবং ১২০ ডিগ্রি পারিপার্শ্বিক জগত পর্যবেক্ষণ সহজ হয়—যা ভিউ পয়েন্ট মেথডের পরিপূরক। মেডিটেশন ঠিক এ জায়গাতেই অভিনেতার জন্য অপরিহার্য হয়ে ওঠে। 

নিয়মিত মেডিটেশন মনকে শান্ত করে, চিন্তাকে পরিষ্কার করে, মনোযোগ বাড়ায় এবং গভীর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরকে প্রস্তুত করে। অভিনয়ের আগে মাত্র পাঁচ মিনিট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে মঞ্চভীতি অনেকটাই কমে যায়। কোনো চরিত্রে প্রবেশের সময় অভিনেতা যখন নিজের ভেতরের নীরবতা খুঁজে পান, তখন তার অনুভূতি সহজে প্রবাহিত হয়, সংলাপ স্বাভাবিক হয়ে ওঠে এবং দর্শকের সঙ্গে এক ধরনের আবেগী সংযোগ তৈরি হয়। 

শুধু তাই নয়, দলগতভাবে অভিনয়ের সময়েও মেডিটেশনের প্রভাব অভিনেতাদের মধ্যে বিশ্বাস, একাত্মতা এবং ভালোবাসার পরিবেশ তৈরি করে—যা পারফরম্যান্সের প্রাণশক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। 

বিদেশের বিভিন্ন থিয়েটার গ্রুপে রিহার্সালের আগে ছোট মেডিটেশন সেশন এখন নিয়মিত অংশ। আমাদের দেশেও অনেক নাট্যদল এবং একাডেমিক পর্যায়ে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। মেডিটেশন চর্চাকারী অভিনেতার অভিজ্ঞতা হচ্ছে, মেডিটেশনের ফলে মনের চাপ কমে, কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়, সংলাপ মনে রাখা সহজ হয় এবং চরিত্রের গভীরে প্রবেশ করার পথ সহজ হয়। 

এমনকি মেডিটেশনের ফলে দীর্ঘ রিহার্সালের ক্লান্তিও দূর করা যায়। মেডিটেশনের ফলে চরিত্রের মনস্তাত্ত্বিক অবস্থা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। 

মঞ্চে অভিনয় আসলে আত্মাকে মানুষের সামনে উপস্থাপনের শিল্প। দর্শক কৃত্রিম আবেগ বুঝতে পারে না, কিন্তু সত্যিকারের আবেগ সকলের হৃদয় স্পর্শ করে। আর সেই সত্য প্রকাশ করতে হলে অভিনেতাকে প্রথমে নিজের ভেতরের সত্যের সাথে পরিচিত হতে হয়। মেডিটেশন নিজেকে জানার, নিজের মনের সাথে কথা বলার পথ তৈরি করে অভ্যন্তরীণ পরিচয় ঘটায়। একজন অভিনেতা যখন মনের অস্থিরতা জয় করে ভেতরের নীরবতা খুঁজে পান, তখন তার অভিনয় হয়ে ওঠে আত্মার ভাষা। 

বর্তমানের ব্যস্ত ও মানসিক চাপপূর্ণ সময়ে অভিনয় এবং মেডিটেশনের সংযোগ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভবিষ্যতের থিয়েটার শুধু বিনোদনের মঞ্চ হবে না, বরং মানুষকে তার নিজের সত্তার মুখোমুখি দাঁড় করানোর শিল্পমঞ্চ হয়ে উঠবে। অভিনয়, মঞ্চ ও মেডিটেশনের মিলিত পথ ভবিষ্যতের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে। কারণ যে অভিনেতা নিজের সত্তাকে, নিজের ভেতরের নীরবতাকে খুঁজে পান–সে সহজেই দর্শকের হৃদয়ে আবেগ জাগ্রত করতে পারেন, আর এটাই মঞ্চের প্রকৃত সাফল্য। সবাইকে বিশ্ব মেডিটেশন দিবসের শুভেচ্ছা।


লেখক: শিক্ষার্থী (স্নাতকোত্তর), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


বিশেষ দ্রষ্টব্য: নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফলন। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

Related Topics

টপ নিউজ

মেডিটেশন / নিজেকে জানা / মানসিক স্বাস্থ্য / অভিনয় শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হাঁড়ির মুখ আটা দিয়ে আটকে মৃদু আঁচে রান্না হচ্ছে লখনৌয়ের বিরিয়ানি। ছবি: মারুফ কালমেন
    কাবাব, বিরিয়ানিসহ 'বাহারি স্বাদের শহর' লখনৌকে ‘গ্যাস্ট্রোনমি’র স্বীকৃতি দিল ইউনেস্কো
  • ছবি: সংগৃহীত
    বছরজুড়ে নিজেদের শক্তির প্রমাণ দিল চীন; আর তাতে নিজের অজান্তেই ‘সাহায্য’ করলেন ট্রাম্প
  • এমবি স্বপ্নতরী। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ক্রুজে ভেসে সমুদ্রবিলাস: ‘স্বপ্নতরী’তে চড়ে কক্সবাজার ভ্রমণের নতুন অভিজ্ঞতা
  • স্বাদ যেমন আলাদা, নামটাও তেমনি অদ্ভুত—‘আতিক্কা পিঠা’। ছবি: আসমা সুলতানা প্রভা
    বিন্নি চাল, কলা আর কলাপাতা: চট্টগ্রামের আতিক্কা পিঠার গল্প
  • ছবি: টিবিএস
    ৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা, যান চলাচল স্বাভাবিক
  • ইয়েমেনের ফার্মিহিনে ড্রাগন ব্লাড গাছের সবচেয়ে বড় বন রয়েছে । ছবি: সংগৃহীত
    রেইনফরেস্ট কি এখন জলবায়ু পরিবর্তনের সমাধান, নাকি উল্টো বিপদের কারণ?

Related News

  • সংকটে পুরো এক প্রজন্ম: তরুণরা কেন এত অসুখী?
  • নাতি-নাতনি হওয়ার পর যেভাবে প্রবীণরা আগের চেয়ে সুস্থ হয়ে ওঠেন
  • টিকটকের শীর্ষ ১০০ মানসিক স্বাস্থ্য ভিডিওর অর্ধেকের বেশি ভুল তথ্য ছড়ায়: গবেষণা
  • ডিজনির প্রিন্সেসরাও অসুস্থ হয়: ‘হ্যাপিলি এভার আফটার’ থাকার যত স্বাস্থ্য ঝুঁকি
  • ঘাস স্পর্শ করলে আমাদের দেহ যেভাবে প্রতিক্রিয়া জানায়

Most Read

1
হাঁড়ির মুখ আটা দিয়ে আটকে মৃদু আঁচে রান্না হচ্ছে লখনৌয়ের বিরিয়ানি। ছবি: মারুফ কালমেন
আন্তর্জাতিক

কাবাব, বিরিয়ানিসহ 'বাহারি স্বাদের শহর' লখনৌকে ‘গ্যাস্ট্রোনমি’র স্বীকৃতি দিল ইউনেস্কো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বছরজুড়ে নিজেদের শক্তির প্রমাণ দিল চীন; আর তাতে নিজের অজান্তেই ‘সাহায্য’ করলেন ট্রাম্প

3
এমবি স্বপ্নতরী। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

ক্রুজে ভেসে সমুদ্রবিলাস: ‘স্বপ্নতরী’তে চড়ে কক্সবাজার ভ্রমণের নতুন অভিজ্ঞতা

4
স্বাদ যেমন আলাদা, নামটাও তেমনি অদ্ভুত—‘আতিক্কা পিঠা’। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

বিন্নি চাল, কলা আর কলাপাতা: চট্টগ্রামের আতিক্কা পিঠার গল্প

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা, যান চলাচল স্বাভাবিক

6
ইয়েমেনের ফার্মিহিনে ড্রাগন ব্লাড গাছের সবচেয়ে বড় বন রয়েছে । ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রেইনফরেস্ট কি এখন জলবায়ু পরিবর্তনের সমাধান, নাকি উল্টো বিপদের কারণ?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net