১২টিরও বেশি দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান

যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ চালাতে পারে রাশিয়া; পশ্চিমা বিশ্বের এমন সতর্কবার্তার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ বিশ্বের এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্ববান জানিয়েছে।
তবে, ইউক্রেন সীমান্তে রাশিয়া আনুমানিক এক লাখ সৈন্য মোতায়ন করলেও দেশটির ওপর আক্রমণের ইচ্ছার পশ্চিমা অভিযোগকে বারবারই অস্বীকার করে আসছে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আবারও ফোনালাপ হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট তার রুশ প্রতিপক্ষকে যেকোনো ধরনের আক্রমণের চরম পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
হোয়াইট হাউস থেকে এক সতর্কবার্তায় দাবি করা হয়েছে, যে কোনো সময় ইউক্রেনে আকাশপথে বোমা হামলা শুরু হতে পারে। অন্যদিকে, রাশিয়া এই ধরনের অভিযোগকে 'উস্কানিমূলক জল্পনা' হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে, আজ রোববার থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের সব ধরনের কনস্যুলার পরিষেবা স্থগিত থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অতিরিক্ত দূতাবাস কর্মীদের কিয়েভ ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জরুরি পরিস্থিতি সামল দিতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ছোট একটি কনস্যুলার থাকবে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি লভিভ শহরে দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু করেছে কানাডা। ইউক্রেনে দায়িত্বরত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মেলিন্ডা সাইমন্স এক টুইটার বার্তায় জানিয়েছেন তিনি এবং তার 'জরুরি দল' কিয়েভেই অবস্থান করছেন।
এদিকে, ডাচ এয়ারলাইন কেএলএম ইউক্রেনে তাদের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে; অবিলম্বে তা কার্যকর হবে বলে জানিয়েছে ডাচ মিডিয়া।
পশ্চিমাদের এমন সতর্কবার্তার মাঝেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
বলেছেন, পশ্চিমাদের কাছে আক্রমণ আসন্ন বলে মনে হলেও এখনও পরিস্থিতি অতটা খারাপ হয়নি বলে মনে করছেন তিনি।
তিনি বলেন, "আমরা ঝুঁকিগুলো বুঝতে পারছি; আমরা জানি যে, তারা (রাশিয়া) বিদ্যমান। তবে যদি আপনার বা অন্য কারো কাছে রাশিয়ার ইউক্রেনে হামলা চালানোর ব্যাপারে শতভাগ নির্ভরযোগ্য তথ্য থাকে... দয়া করে আমাদের সঙ্গে শেয়ার করুন।"
অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস ও জাপানসহ অনেক দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে। অনেক দেশ পরিবারসহ তাদের কূটনৈতিক কর্মীদের ইতোমধ্যেই ইউক্রেন থেকে সরিয়ে নিয়েছে।
- সূত্র: বিবিসি