যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গির্জায় একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত চারজন এবং আহত হয়েছেন আটজন। ওই বন্দুকধারী গাড়ি চালিয়ে গির্জায় প্রবেশ করে, গুলি চালায় ও ভবনে অগ্নিসংযোগ করে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্কে অবস্থিত 'চার্চ অব জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস'-এর উপর এই হামলা ঘটে। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) উত্তরে অবস্থিত একটি শহর। হামলা গতকাল রোববার প্রার্থনার সময় ঘটে। সেসময় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন।
সন্দেহভাজন ৪০ বছর বয়সী থমাস জ্যাকব সানফোর্ড মিশিগানের বার্টনের বাসিন্দা। তাকে শুরুতে আটক করা হয়। পরে তিনি গির্জার পার্কিং লটে পুলিশের গুলিতে নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষ এটিকে 'উদ্দেশ্যমূলক সহিংসতার ঘটনা' হিসেবে তদন্ত করছেন, তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে জানান, দুইজন ব্যক্তি গুলির আঘাতে নিহত হয়েছেন।
তিনি পরে বলেন, আরও দুইজনের মৃতদেহ পাওয়া গেছে এবং 'কয়েকজন' ব্যক্তি এখনও নিখোঁজ, যদিও কতজন তা স্পষ্ট করা যায়নি। গির্জাটি ব্যাপক অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল রোববারও সেখানে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান রেনিয়ে জানান, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে গির্জায় শত শত মানুষ উপস্থিত ছিলেন। সেসময় বন্দুকধারী একটি গাড়ি গির্জায় চালিয়ে প্রবেশ করে।
এরপর হামলাকারী আক্রমণাত্মক রাইফেল দিয়ে গির্জার ভিতরে ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক গুলি চালায়।
পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান রেনিয়ে। তিনি বলেন, কর্মকর্তাদের সঙ্গে ওই বন্দুকধারীর পাল্টাপাল্টি গোলাগুলি চলে এবং তারা একজন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হন। সানফোর্ডের স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে ওই সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।
পুলিশ প্রধান জানান, "আমরা এখনও আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে ও কীভাবে তা ছড়িয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।"
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণাকারী আগুন জ্বালাতে সম্ভবত তেলজাতীয় জ্বালানি— সম্ভবত পেট্রোল— ব্যবহার করেছিলেন।
রেনিয়ে গির্জার সদস্যদের সাহসিকতারও প্রশংসা করেন, বিশেষ করে যারা হামলার সময় শিশুদের গির্জার মধ্যে নিরাপদ আশ্রয় দিয়েছিলেন।
তদন্তকারীরা হামলাকারী থমাস জ্যাকব সানফোর্ডের সম্পত্তি তল্লাশি করছেন এবং তার সেলফোন রেকর্ড পরীক্ষা করছেন। তার হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা চলছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, সানফোর্ড মার্কিন মেরিন কোরসের সাবেক সদস্য ছিলেন।
এফবিআই তদন্তের নেতৃত্ব দিচ্ছে। এফবিআই-এর ডেট্রয়েট ফিল্ড অফিসের সচিব রুবেন কোলম্যান জানান, তারা ক্রাইসিসি রেসপন্স টিম, বোমা বিশেষজ্ঞসহ অন্যান্য কর্মকর্তাদের ঘটনাস্থলে মোতায়েন করেছে।
মিশিগান স্টেট পুলিশের মুখপাত্র কিম ভেটার সাংবাদিকদের জানান, কর্মকর্তারা একাধিক জায়গায় বোম থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, 'আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি ও তা সরিয়ে ফেলার কাজ করছি।'
চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে প্রার্থনার সময় একজন বন্দুকধারী গুলি চালিয়েছেন এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, "আমরা সমস্ত প্রভাবিতদের জন্য শান্তি ও সুস্থতার জন্য প্রার্থনা করি।"
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশ জানিয়েছে, তদন্তে সহায়তার জন্য ১০০ জন এফবিআই এজেন্ট মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই গুলির ঘটনায় সংক্ষিপ্ত তথ্য পেয়েছেন এবং নিশ্চিত করেছেন যে এফবিআই ফেডারেল তদন্তের নেতৃত্ব দেবে।
ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিষ্টানদের উপর আরও একটি লক্ষ্যভিত্তিক হামলা।"
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক্স-এ লেখেন, 'আমি গির্জায় "ভয়ঙ্কর এ গোলাগুলি এবং আগুনের" ঘটনার সংক্ষিপ্ত তথ্য পেয়েছি।' তিনি বলেন, প্রার্থনার স্থানে এমন সহিংসতা "হৃদয়বিদারক এবং ভীতিকর" এবং সবাইকে এই ভয়ঙ্কর ট্র্যাজেডির শিকারদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
মিশিগান গভর্নর গ্রেটচেন হুইটমার এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, "যেখানে-ই হোক না কেন, বিশেষ করে প্রার্থনার স্থানে সহিংসতা গ্রহণযোগ্য নয়," এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ও মরমন রাজনীতিবিদ মিট রোমনি এই গুলির ঘটনাকে 'ট্র্যাজেডি' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আমার ভাইবোন এবং তাদের গির্জাও কখনও কখনও সহিংসতার শিকার হয়।' তিনি সবার সুস্থতা ও শান্তি কামনা করেছেন।