শান্তর ব্যাটিংয়ের পথ সহজ করেছেন সাদমান-জয়

ভিন্ন একটা দিন, ভিন্ন অভিজ্ঞতা। যেখানে দাপুটে দলের নাম বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে বাউন্সি উইকেটে খেই হারানো, টপাটপ উইকেট বিলিয়ে দেওয়া; এসব দেখা গেল না। উল্টো ছড়ি ঘোরালো মুমিনুল হকের দল। প্রথম বল হাতে শাসন, পরে ছন্দময় ব্যাটিং; সব মিলিয়ে স্বপ্নের এক দিন পার করেছে বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩২৮ রানে আটকে পরে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ২ উইকেটে ১৭৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। মাহমুদুল হাসান জয় ৭০ ও মুমিনুল ৮ রানে অপরাজিত আছেন। সাবধানী শুরুর পর জয়ের সঙ্গে যোগ দিয়ে ১০৪ রানের জুটি গড়েন হাফ সেঞ্চুরি তুলে নেওয়া নাজমুল হাসান শান্ত।
শান্ত যেখান থেকে ব্যাটিং শুরু করেন, সেই পথটা ততোক্ষণে মসৃণ করে তুলেছেন সাদমান ইসলাম অনিক ও জয়। এই দুজনের উদ্বোধনী জুটির কারণেই উইকেটে গিয়ে মানিয়ে নিতে সহজ হয়েছে বলে মনে করেন ১০৯ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলা শান্ত।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান বলেন, 'আমার মনে হয় জয় আর সাদমান শুরুতে খুব ভালো একটা জুটি করেছে। এই কারণে আমি নামার পর আমার ব্যাটিং করাটা খুব সহজ হয়েছে।'
জয়ের সঙ্গে ২৩৯ বলে ১০৪ রানের জুটি গড়ার পথে কোন পরিকল্পনায় ব্যাটিং করেছেন, সেটা জানাতে গিয়ে শান্ত বলেন, 'আমি আর জয় লম্বা চিন্তা করিনি। আমরা একটা একটা বল চিন্তা করেছি। একটা ওভার, একটা ঘণ্টা কীভাবে পাড় করব, সেটা ভেবেছি। কোনো জোরাজুরি করার পরিকল্পনা ছিলো না। জয় খুব ভালো ব্যাটিং করেছে। আমি যদি শেষ করে আসতে পারতাম, তাহলে আমাদের দিনটা আরও ভালো হতো।'