ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও আগুন
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানট ভবনে ভাঙচুর চালিয়েছে একদল লোক। এ সময় তারা ভবনের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
ঘটনার বিবরণ দিয়ে এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, 'রাত দেড়টার দিকে একদল লোক ধানমন্ডির ছায়ানট ভবনে এসে এর ভেতরে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা ভবনের সামনের রাস্তায়ও (আবর্জনা জড়ো করে) আগুন ধরিয়ে দেয়।'
খবর পেয়ে ঘটনার কিছুক্ষণ পরেই সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং বিক্ষোভকারীদের নিবৃত্ত করেন।
বিবিসি বাংলাকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন দেওয়া হয়। তবে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে'।
টেলিভিশন লাইভে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ছায়ানট ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।
অনিবার্য কারণে ক্লাসসহ ছায়ানটের সকল কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
এদিকে, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে কারওয়ান বাজারে প্রথম আলো ভবন এবং ফার্মগেট এলাকায় ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। তারা ভবন দুটিতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
