বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর হিসেবে গিনেস বুকে নাম লেখালেন ২৯ বছর বয়সী পাকিস্তানি তরুণ
বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর (পুরুষ) হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ শাহজেব আওয়ান। ২৯ বছর বয়সী এই তরুণ দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) চ্যান্সেলর।
২০২৫ সালে প্রতিষ্ঠিত এনআইটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (এএসইউ)-এর সঙ্গে একাডেমিক অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। এই অংশীদারত্বের মাধ্যমে পাকিস্তানে আমেরিকান ধাঁচের পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও আধুনিক একাডেমিক মানদণ্ড চালু করতে চায় এনআইটি।
১১ বছর আগে যখন শাহজেব তার বাবাকে হারান, সেই অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তাকে শিক্ষা ও জনসেবার দিকে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করে বলে জানান তিনি।
শাহজেব বলেন, 'আপনার পরিস্থিতি আপনাকে সংজ্ঞায়িত করে না, করে আপনার সিদ্ধান্তগুলো।' তিনি আশা রাখেন, পাকিস্তানের তরুণরা কঠোর পরিশ্রম করবে, আত্মবিশ্বাস ধরে রাখবে।
এই বিশ্ব রেকর্ড কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সারা দেশের তরুণদের জন্য একটি আশার বার্তা হিসেবে দেখেন তিনি। বয়স কোনও বাধা নয় উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের তরুণসমাজ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের সামর্থ্য রাখে—এটি তারই প্রমাণ।
'এটা তো কেবল শুরু,' বলেন তিনি। তার বিশ্বাস, এনআইটি আগামী দিনে আরও এগিয়ে যাবে,ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ভূমিকা রাখবে। পাকিস্তানের তরুণদের মানসম্মত শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং আগামী দিনের চাকরির বাজারের চ্যালেঞ্জ মোকাবিলার আত্মবিশ্বাস জোগাবে।
