Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
December 19, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, DECEMBER 19, 2025
বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 

আন্তর্জাতিক

সিএনএন
28 November, 2025, 07:40 pm
Last modified: 28 November, 2025, 07:42 pm

Related News

  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • পায়ের জুতোটাও এবার পরিষ্কার করুন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন সহজ উপায়
  • শোরুম থেকে ফুটপাতে: পান্থপথ যেভাবে কম দামে ব্র্যান্ডের জুতার জন্য আস্থার নাম হয়ে উঠল
  • জুতার গড়ন পায়ের মাপমতো না হলে শরীরের যে ক্ষতি হয়
  • যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ে এখন আর জুতা খুলতে হবে না

বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 

ভারসাচির মতো অভিজাত ফ্যাশন হাউজকে স্নিকারের বাজারে নামানোর কৃতিত্ব তারই। র‍্যাম্পের ঝকঝকে দুনিয়া থেকে ফুটপাতের সাধারণ দোকান—সবখানেই তার জাদুকরী ডিজাইন। ইজি, নিউ ব্যালেন্স, ক্রোকস, পুমা কিংবা মঙ্কক্লেয়ার; কোথায় নেই তার হাতের ছোঁয়া!
সিএনএন
28 November, 2025, 07:40 pm
Last modified: 28 November, 2025, 07:42 pm
২০২৩ সালের জানুয়ারীতে প্যারিস ফ্যাশন সপ্তাহে তোলা সালেহে বেম্বুরির ছবি। ছবি: স্টিফেন কার্ডিনেল

মনে মনে নিজের ক্যারিয়ারের একটা প্রদর্শনী বা মিউজিয়ামের ছবি আঁকছেন সালেহি বেম্বুরি। বিশ্বজুড়ে সমাদৃত এই জুতা ডিজাইনারের ঝুলিতে দেখানোর মতো কাজের অভাব নেই। ভারসাচির মতো অভিজাত ফ্যাশন হাউজকে স্নিকারের বাজারে নামানোর কৃতিত্ব তারই। র‍্যাম্পের ঝকঝকে দুনিয়া থেকে ফুটপাতের সাধারণ দোকান—সবখানেই তার জাদুকরী ডিজাইন। ইজি, নিউ ব্যালেন্স, ক্রোকস, পুমা কিংবা মঙ্কক্লেয়ার—কোথায় নেই তার হাতের ছোঁয়া!

তবে নিজের কল্পনার সেই প্রদর্শনীতে তিনি একটা 'নিষিদ্ধ ঘর' বা 'গোপন কক্ষ' রাখতে চান। যেখানে থাকবে এমন সব জুতা, যা তিনি ডিজাইন করেছেন ঠিকই, কিন্তু কেউ জানে না।

ব্যাপারটা অবাক করার মতো হলেও সত্যি। বেম্বুরি অনেক বড় বড় ব্র্যান্ডের জন্য আড়ালে থেকে কাজ করেছেন, যাকে ফ্যাশন দুনিয়ায় বলা হয় 'গোস্ট ডিজাইনিং'। কিন্তু কড়া চুক্তির কারণে তিনি মুখ ফুটে বলতে পারেন না—আসলে কাজটা তার। হয়তো কোনো একদিন বলতে পারবেন, কিন্তু আজ সেই দিন নয়।

বেম্বুরির স্টুডিও, যেখানে তার স্নিকার্সের একটি সংগ্রহ রয়েছে।

৩৯ বছর বয়সী এই ডিজাইনার অবশ্য নিজেই হেসে ফেললেন। কারণ, তার নতুন বইতে তিনি ভুল করে এই গোপনীয়তার কথাটা ফাঁস করে দিয়েছেন!

বইটির নাম 'সালেহি: আই মেক শুজ' । এটি শুধু বই নয়, তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দলিল। সাক্ষাৎকার, ছবি আর অলঙ্করণ দিয়ে সাজানো এই বইতে স্নিকার জগতের অলিগলির গল্প বলা হয়েছে। বেম্বুরি বলেন, 'স্নিকার আর এর উন্মাদনা বা 'হাইপ কালচার' নিয়ে খুব একটা বই নেই। তরুণ ডিজাইনার, যারা নিজেদের পথ খুঁজছে বা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগছে—তাদের জন্য আমার এই বই একটা গাইড হতে পারে।'

স্নিকার এখন হাজার কোটি ডলারের ব্যবসা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এখানে ডিজাইনাররা খুব একটা পরিচিতি পান না; ব্র্যান্ডের নামটাই বড় হয়ে থাকে। নাইকির কিংবদন্তি টিঙ্কার হ্যাটফিল্ডের মতো খুব অল্প কয়েকজনই তারকখ্যাতি পেয়েছেন। বেম্বুরি এখন সেই পথেই হাঁটছেন।

নিউ ইয়র্কের অলিগলি থেকে উঠে আসা

বেম্বুরি এই স্নিকার সংস্কৃতিরই সন্তান। নব্বইয়ের দশকে নিউ ইয়র্কে বড় হওয়ার সময় বাস্কেটবল খেলা বা টিভিতে 'ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার' দেখার চেয়ে তার চোখ বেশি আটকে থাকত মানুষের পায়ের জুতায়। তার বাড়ির কাছেই ক্যানাল স্ট্রিটে নকল জুতার রমরমা ব্যবসা ছিল। কিন্তু তিনি নকল বা 'কপি' জিনিস ঘৃণা করতেন। তার পছন্দ ছিল নাইকির জর্ডান ১১ বা এয়ার ফুটস্কেপের মতো 'আসল' সব জুতা। তবে তিনি শুধু নাইকিতেই আটকে ছিলেন না, অন্য যেকোনো ভালো ডিজাইন তাকে টানতো।

বেম্বুরি ২০২৪ সালে পুমার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন ও স্ট্রিটওয়্যার এবং স্পোর্টস পারফর্মেন্স স্নিকার্সের একটি সিরিজ তৈরি করেন।

ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল স্থির—স্নিকার ডিজাইনার হবেন। বাবা-মা চেয়েছিলেন ছেলে নিরাপদ কোনো পেশায় যাক। তাই তিনি সিরাকিউজ ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নিয়ে পড়েন। পরে তিনি বুঝেছিলেন, এই পড়ালেখাটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, 'জুতা ডিজাইন আসলে মিলিমিটারের খেলা আর যোগাযোগের দক্ষতা।'

তার দর্শন হলো—জিনিসটা দেখতে সুন্দর হতে হবে, আবার কাজেও লাগতে হবে। তার ভাষায়, 'যদি সেটা ঠিকমতো কাজ না করে, তবে সেটা শুধুই শিল্পকর্ম, জুতা নয়।'

বার্ন্ট সিয়েনায় ইজি সিজন থ্রি মিলিটারি বুট, বেম্বুরি ২০১৬ সালে ডিজাইন করেছেন ।

২০১১ সালে কোল হান কোম্পানিতে তার প্রথম ব্রেক আসে। তখন কোম্পানিটি নাইকির মালিকানাধীন ছিল। সেখানে তিনি জুতা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পান। এরপর 'গ্রেটস' নামের স্টার্টআপে যোগ দিয়ে নিজের অনুসারী বা ভক্ত তৈরি করতে থাকেন। ২০১৫ সালে র‍্যাপার কানি ওয়েস্টের (বর্তমানে ইয়ে) ডাক পান তিনি।

ইজি ও ভারসাচি অধ্যায় 

কানি ওয়েস্টের দলে যোগ দিতে তিনি লস অ্যাঞ্জেলেসে চলে যান। সেখানে ইজি-র (Yeezy) জন্য মিলিটারি স্টাইলের বুট তৈরি করেন। কানি সম্পর্কে তিনি বলেন, 'আমার কাজ ছিল তার 'পেন্সিল' হওয়া। অর্থাৎ, তার মাথার আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেওয়া। তার সঙ্গে কাজ করে আমি হাই ফ্যাশন জগতের সম্মান পেয়েছি। ওটা ছিল আমার জন্য একটা দরজা খোলার মতো।'

কিন্তু ২০১৬ সালে ইজি ছাড়ার পর তিনি বেশ বিপদে পড়েন। হাতে কাজ নেই, টাকাও ফুরিয়ে আসছে। মরিয়া হয়ে তিনি লিংকডইনে বড় বড় কর্তাদের মেসেজ দিতে শুরু করেন। তাদের একজন ছিলেন ভারসাচি-র তৎকালীন ডিজাইন ডিরেক্টর।

বেম্বুরি সেই দিনের কথা মনে করে বলেন, 'লোকে শুনলে হাসবে, কিন্তু সত্যিটা হলো—আমি তখন টয়লেটে বসে ওই মেসেজটা পাঠিয়েছিলাম!' তিনি ভারসাচিকে বুঝিয়েছিলেন, স্নিকারের বাজারে না আসাটা তাদের ভুল হচ্ছে। তিন দিন পর ডোনাতেলা ভারসাচি তাকে মিলানে ডাকেন। ২০১৭ সালে তিনি সেখানে স্নিকার ডিজাইনের প্রধান হিসেবে যোগ দেন।

একটি ভারসাচি চেইন রিঅ্যাকশন স্নিকার, যার মোটা সোনার চেইন দ্বারা অনুপ্রাণিত একটি মোটা সোল রয়েছে।

ভারসাচি-তে তার ডিজাইন করা 'চেইন রিঅ্যাকশন' স্নিকার তোলপাড় ফেলে দেয়। জুতার তলা বা সোল ছিল মোটা সোনার চেইনের মতো—যা ভারসাচি ব্র্যান্ডের আভিজাত্যের সঙ্গে মিলে যায়।

ক্রোকস বিপ্লব

ভারসাচি-র চাকরিতে থেকেও তিনি অন্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করার স্বাধীনতা পেয়েছিলেন। নিউ ব্যালেন্সের জুতায় তিনি হিলের পেছনে একটা বাঁশি জুড়ে দিয়েছিলেন। কেন? স্টিভ জবসের সেই বিখ্যাত উক্তি মেনে তিনি বলেন, 'মানুষ আসলে জানে না তারা কী চায়, যতক্ষণ না আপনি তাদের সেটা দেখাচ্ছেন।'

২০২০ সালে ভারসাচি ছেড়ে তিনি পুরোপুরি স্বাধীনভাবে কাজ শুরু করেন। এরপরই আসে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চমক—ক্রোকস।

ক্রোকস পোলেক্স জুতা হাতে বেম্বুরি।

২০২১ সালে তিনি ক্রোকসের জন্য 'পলেক্স ক্লগ' ডিজাইন করেন। এটি ছিল তার নিজের আঙুলের ছাপের আদলে তৈরি এক অদ্ভুত ডিজাইন। এটি বাজারে আসতেই ছোট-বড় সবার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বেম্বুরি বলেন, 'ক্রোকস আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। আগে আমি শুধু নির্দিষ্ট কিছু স্টাইলিশ মানুষের জন্য কাজ করতাম, কিন্তু এই জুতাটা সাধারণ মানুষও লুফে নিল।'

স্বপ্ন এখন নিজের ব্র্যান্ড 'স্পাঞ্জ'

তার জাদুকরী ডিজাইনের জন্য ক্লার্কস, ভ্যানস, কানাডা গুসের মতো কোম্পানিগুলো তাকে দলে ভেড়াতে লাইন দেয়। এমনকি তার ছোটবেলার স্বপ্নের কোম্পানি নাইকিও তাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু শর্ত পছন্দ না হওয়ায় তিনি মুখের ওপর না করে দেন। এ নিয়ে অবশ্য তিনি বেশি কথা বলতে চান না।

অন্য ডিজাইনাররা এখন তার কাজ নকল করে নিজেদের 'মুড বোর্ডে' টাঙিয়ে রাখেন। এটা তার প্রভাবেরই প্রমাণ।

ছবিতে বেম্বুরি তার স্টুডিওতে।

সবশেষে, নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত অক্টোবরে বেম্বুরি নিজের স্নিকার ব্র্যান্ড 'স্পাঞ্জ' চালু করেছেন। তিনি বলেন, 'অনেক দেরি হয়ে গেছে। জুতা শিল্পে খুব কম মানুষই আমার মতো নিজস্ব ভক্তকুল তৈরি করতে পেরেছে। এখন সময় এসেছে নিজের ব্র্যান্ডের মাধ্যমে নিজের সবটুকু ঢেলে দেওয়ার।'

স্পাঞ্জ-এর প্রথম মডেল 'অসমোসিস' ১৫০ ডলারে বিক্রি হচ্ছে। এটি দেখতে যেমন স্টাইলিশ, তেমনি পাহাড়ে চড়ার জন্যও জুতসই। বেম্বুরি নিজেও ঘুরতে পছন্দ করেন, তাই তার জুতায় সেই ছাপ স্পষ্ট।

একসময়ের কানি ওয়েস্টের 'পেন্সিল' এখন নিজের দলের বস। তিনি বলেন, 'শুরুতে অন্যদের দিয়ে কাজ করানোটা অস্বস্তিকর লাগত। কিন্তু নিজের স্বপ্নকে সত্যি করতে হলে নিজের দল থাকাটা জরুরি।'

Related Topics

টপ নিউজ

সালেহি বেম্বুরি / স্নিকারস / জুতা / জুতা ডিজাইন / স্পাঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হাদিকে হত্যাচেষ্টা: ফিলিপের সহায়তায় দেশ ছেড়েছেন শুটার ফয়সাল, রিমান্ডে সিবিয়ন ও সঞ্জয়
  • ছবি: সংগৃহীত
    বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ডেইলি স্টারের প্রধান কার্যালয়েও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ছবি: টিবিএস
    প্রথম আলো-ডেইলি স্টারের অফিসে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ভাঙচুর-আগুন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ২৭তম বিসিএস: দুই দশকের আইনি লড়াই শেষে নিয়োগ পেলেন ৬৭৩ জন
  • ছবি: সংগৃহীত
    ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন: মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের
  • ছবি: সংগৃহীত
    মারা গেছেন শরিফ ওসমান হাদি, শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে মরদেহ

Related News

  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • পায়ের জুতোটাও এবার পরিষ্কার করুন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন সহজ উপায়
  • শোরুম থেকে ফুটপাতে: পান্থপথ যেভাবে কম দামে ব্র্যান্ডের জুতার জন্য আস্থার নাম হয়ে উঠল
  • জুতার গড়ন পায়ের মাপমতো না হলে শরীরের যে ক্ষতি হয়
  • যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ে এখন আর জুতা খুলতে হবে না

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হাদিকে হত্যাচেষ্টা: ফিলিপের সহায়তায় দেশ ছেড়েছেন শুটার ফয়সাল, রিমান্ডে সিবিয়ন ও সঞ্জয়

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের

3
ডেইলি স্টারের প্রধান কার্যালয়েও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

প্রথম আলো-ডেইলি স্টারের অফিসে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ভাঙচুর-আগুন

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭তম বিসিএস: দুই দশকের আইনি লড়াই শেষে নিয়োগ পেলেন ৬৭৩ জন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন: মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন শরিফ ওসমান হাদি, শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে মরদেহ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net