বিএনপি সংবিধান ও বিদ্যমান আইন মেনে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায়
বিএনপি দেশীয় সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
গতকাল (৬ নভেম্বর) দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি পুনর্ব্যক্ত করেছে যে, ১৭ অক্টোবর জাতীয় সংসদের সাউথ প্লাজার ইতিহাসবাহী অনুষ্ঠানে এটি জুলাই চার্টারে স্বাক্ষর করেছিল।
জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনার পর এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়, যেখানে দলটি বেশ কয়েকটি "নোট অব ডিসেন্টস" রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ বিষয়ে একমত হয়।
বৈঠকটি ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় বিএনপি জানায়, দলটি বাংলাদেশের গণতন্ত্রপন্থী জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত নতুন কোনো বিতর্ক বা সংকট সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে।
বিএনপি দীর্ঘকালীন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে, বিশেষ করে জুলাই বিদ্রোহের সময় শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
