জামায়াত, এনসিপিকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে: মির্জা আব্বাস
বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস আজ (৪ নভেম্বর) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, অন্তর্বর্তী সরকার তার সমর্থক দুটি দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনে জেতানোর জন্য 'অবৈধ পথ' বেছে নিতে পারে।
আজ এক আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, 'আজকের যে সরকার, তাদের কার্যক্রম দেখে স্পষ্ট বুঝা যায় যে, তাদের নিজস্ব কোন শক্তি নাই। এই সরকার দুটি দলের উপরে অর্থাৎ একটি তাদের নিজস্ব সৃষ্ট দল, আরেকটি পুরনো দল… এই দুইটি দলের ওপরে ভর করে এই সরকার টিকে আছে।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'এই সরকারকে ওরা যা বলে, এই দুটি দল যা বলে, এই সরকার তাই করে।'
তিনি বলেন, 'সর্বশেষ প্রমাণ হল, একটা নির্বাচনি প্রতীক নিয়ে, আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে, সেটাই করতে হবে।'
বিএনপির এই নেতা আরও বলেন, 'এরা কারা? এরা কোত্থেকে এল? এদের জনভিত্তি কি? এগুলোর ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে বুঝা যেত কে কয়টা ভোট পায়।'
তিনি বলেন, 'আমি খুব আশঙ্কা করছি, এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না? এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে।'
সাবেক বিএনপি নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি বিএনপি নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করে।
জামায়াতের দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস প্রশ্ন তোলেন, 'নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন, এই দেশের জনগণ প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কীভাবে বলে, আমি বুঝতে পারি না।'
তিনি বলেন, 'যারা এই বাংলাদেশকেই চায়নি কোনদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। যারা ওই সময় পাকিস্তান চায় নাই, ১৯৪৭ সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, ১৯৯৬ সাল এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে…ওরা আজকে লম্বা লম্বা কথা বলে।'
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, জামায়াত রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ ও বিএনপি কখনো এটা হতে দেবে না'
আব্বাস আরও বলেন, 'ওরা এতো লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিয়েছে যে, আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো… এরকম একটা ধারণা হয়ে গেছে।'
আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিএনপির ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে আব্বাস বলেন, অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অনেককে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, যারা মনোনয়ন পাননি, তারা স্বাভাবিকভাবেই হতাশ, কিন্তু দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
