নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ নতুন ৩ দল: ইসি সচিব
শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'এ দলগুলো বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা, জানতে চেয়ে কালকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে ইসি।
জাতীয় পত্রিকায় নাম প্রকাশ ও অভিযোগ [যদি থাকে] নিষ্পত্তির পর চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ইসি সচিব জানান, '১২ নভেম্বর দাবি-আপত্তি নিষ্পত্তির সময় শেষ হবে। এরপর রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট ১৪-১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করছি।'
দলগুলোর প্রতীকের ব্যাপারে তিনি বলেন, 'দলীয় প্রতীকের বিষয়ে এনসিপি চেয়েছে "শাপলা কলি", আরেকটি দল চেয়েছে "কাঁচি", আরেকটি দল প্রতীক পরিবর্তনের আবেদন করেছে। এ কারণে প্রতীকের বিষয়ে আমি কিছু বলিনি। যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে, তখন জানানো হবে।'
গত আগস্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ২২টি দল টেকে।
নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে: একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থন।
এছাড়া আগের নির্বাচনে কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে বা ৫ শতাংশ বৈধ ভোট পেলে তা-ও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
