এনসিপিসহ ৩ দলকে প্রতীক ও নিবন্ধন দিয়ে ইসির বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ তিনটি রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এনসিপিকে 'শাপলা কলি', বাংলাদেশ আম জনগণ পার্টিকে 'হ্যান্ডশেক' এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে 'কাঁচি' প্রতীকে নিবন্ধন দিয়েছে কমিশন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই তিন দলের নিবন্ধনের নিয়ে কারো কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করেছে ইসি। এরপর উত্থাপিত আপত্তি নিষ্পত্তি করে ১৪-১৫ নভেম্বরের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে দলটি সরব রয়েছে। এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের পর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন কারাগার থেকে বেরিয়ে গত ১৭ এপ্রিল 'বাংলাদেশ আ-আম জনতা পার্টি' নামে নতুন দলের সূচনা করেন। তবে কাছাকাছি নামের আরেকটি দল আপত্তি তোলায় দলটি নাম পাল্টিয়ে হয় 'বাংলাদেশ আম জনগণ পার্টি'।
এছাড়া, ২০১৩ সালে ১২ এপ্রিল বাসদের তৎকালীন সাধারণ খালেকুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দলের আদর্শচ্যুতির অভিযোগ এনে বেরিয়ে যান ওই সময়কার কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্ত্তী। ওই দিন এক সংবাদ সম্মেলনে মুবিনুল হায়দারকে আহ্বায়ক করে গঠিত হয় বাসদ (মার্কসবাদী)।
তিনটি দলই ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০ (খ) অনুচ্ছেদের আওতায় নিবন্ধিত হয়েছে।
