১৬ জানুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
জুলাই অভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক উদ্যোগ জনসমক্ষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায় জানিয়েছেন, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) শহীদ মিনারে ৭০ থেকে ১০০ সদস্যের একটি প্রতিষ্ঠাতা কমিটির মাধ্যমে এই প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
সূত্রের মতে, এই প্ল্যাটফর্মের প্রাথমিক নাম নিউ পলিটিক্যাল অ্যাকশন, যা পিপলস অ্যাকশন বা পিপলস মার্চ হিসেবেও পরিচিত হতে পারে। এটি পুঁজিবাদী অর্থনৈতিক মডেল, সামাজিক গণতন্ত্র এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ রাষ্ট্রীয় জনকল্যাণমুখী নীতিমালার সংমিশ্রণে কাজ করবে।
অনিক রায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'আমাদের প্রাথমিক সংগ্রাম হলো একটি প্রজন্মের লড়াই। আমরা এনসিপি-এর মাধ্যমে এটি চালিয়ে যাওয়ার আশা করেছিলাম, কিন্তু যেহেতু এটি প্রথাগত বা গতানুগতিক ধারায় চলে গিয়েছে, তাই আমরা যারা কোনো প্রতিষ্ঠিত ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই—তারা মিলে একটি নতুন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।'
এর আগে, জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা প্রথমে 'জাতীয় নাগরিক কমিটি' গঠন করেছিলেন এবং পরবর্তীতে 'জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)' গঠন করা হয়।
এদিকে, ইসলামী ছাত্রশিবিরের একটি অংশ এনসিপি-তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরিবর্তে 'ইউপি বাংলাদেশ' নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে।
এনসিপি যখন জামায়াতের সাথে জোট গঠন করে, তখন প্রায় ২০ জন নেতা পদত্যাগ করেছিলেন, যাদের মধ্যে বেশ কয়েকজন এখন এই নতুন উদ্যোগে যোগ দিচ্ছেন।
অনিক রায় ব্যাখ্যা করে বলেন, 'আমাদের অর্থনৈতিক লক্ষ্য হবে গণতান্ত্রিক দেশগুলোর পুঁজিবাদী কাঠামোর দ্বারা অনুপ্রাণিত, যেখানে পুঁজির অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রথাগত বামপন্থী এজেন্ডার বাইরে বৈশ্বিক সামাজিক-গণতান্ত্রিক নীতিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।'
এর সাথে যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুযাইফা আল-মামদূহ, লেখক ফেরদৌস আরা রুমী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ কর্মী, ছাত্রনেতা এবং অনুসারীরা এই প্ল্যাটফর্মে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
চলতি মাসের ১৬ তারিখ থেকে সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
কয়েকজন সদস্য প্রকাশ করেছেন, এই প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা শুরু হয়েছিল প্রায় এক বছর আগে।
একটি পর্যায়ে 'নিউ পলিটিক্যাল অ্যাকশন' (নতুন রাজনৈতিক প্রয়াস) নামটি প্রস্তাব করা হয়েছিল। যদিও তিন থেকে চারটি নাম বিবেচনায় ছিল, তবে এখন পর্যন্ত কোনোটিই চূড়ান্ত করা হয়নি। তারা আরও জানান যে, 'জনযাত্রা' নামটি বাতিল করা হয়েছে।
