ইসির আপিল শুনানির চতুর্থ দিন: প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনে আরও ৫৩ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে মোট ৭০টি আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হলেও ১৭টি আবেদন নামঞ্জুর করেছে কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত চার দিনের আপিল শুনানি শেষে এ পর্যন্ত সর্বমোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন এই শুনানিতে অংশ নেন।
