আমরা একা নির্বাচন করবো না, দেশ-জাতির স্বার্থে আরও অনেককে ধারণ করবো: জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল একা নির্বাচন করবে না; দেশ এবং জাতির স্বার্থে আরও অনেককে ধারণ করবে।
সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধভাবে নির্বাচনের সম্ভাবনার প্রতি ইঙ্গিত করে ডা. শফিকুর বলেন, 'আমরা (জামায়াত) একা নির্বাচন করব না, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করে আরও অনেককে আমরা ধারণ করব।'
তিনি বলেন, বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেও সেটিকে 'চূড়ান্ত' বলেনি। জামায়াত এক বছর আগেই আঞ্চলিকভাবে সকল সংসদীয় আসনে প্রাথমিক প্রার্থী তালিকা জানিয়ে দিয়েছে ।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর বলেন, 'প্রবাসীদের অধিকার আমরা তুলে ধরেছি। ভোটার নিবন্ধনে প্রযুক্তিগত জটিলতার কারণে অনেকেই তালিকাভুক্ত হতে পারেননি। তাই আমরা সময়সীমা কমপক্ষে ১৫ দিন বাড়ানোর দাবি করছি।'
তিনি বলেন, ন্যাশনাল আইডি ও বৈধ পাসপোর্টই নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট। অন্যান্য শর্ত (হোল্ডিং ট্যাক্স, পানির বিল) সহজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
তুরস্ক সফর প্রসঙ্গে তিনি বলেন, 'সেখানে সরকারি-বেসরকারি পর্যায়ে একাধিক বৈঠক করেছি । আমি ব্যক্তিগত প্রয়োজনে বিদেশে যাইনি, দেশ ও জনগণের স্বার্থ সামনে রেখে আলোচনা করেছি।'
রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর বলেন, 'সরকার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর যে অনুরোধ করেছে, জামায়াত সেটিকে স্বাগত জানায়।'
তিনি বলেন, 'আমরাই সবার আগে আমাদের নায়েবে আমীরের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে, আসুন, আমরা খোলামেলা আলোচনা করে একটা সমাধানে পৌঁছাই।'
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, 'ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা, আপনারা দেশবাসী সবাই দেখতে চাই।'
