গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জিলানী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করতেন। জেলার টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে এ আসন গঠিত।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন তালিকা ঘোষণা করেন।
ফখরুল বলেন, 'দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেবব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন পেতে যাচ্ছি। জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের সকল ইউনিয়ন কাজ করছে।'
এছাড়া গোপালগঞ্জ-১ (মকসুদপুরে) আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন মো. সেলিমুজ্জামান মোল্ল্যা। এ আসনে আওয়ামী লীগের মন্ত্রী ফারুক খান নির্বাচন করেছেন।
গোপালগঞ্জ-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন ডা. কে এম বাবর আলী। এ আসন থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শেখ সেলিম নির্বাচন করতেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেলা ৩টা থেকে বৈঠকে যুক্ত হয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা।
