ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
ল্যুভ ডাকাতির ঘটনায় একটি জার্মান লিফট নির্মাতা প্রতিষ্ঠানের নাম বিনা চেষ্টায়ই বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে। কারণ, ডাকাতির সময় তাদের তৈরি একটি লিফট ব্যবহার করা হয়েছিল। এবার সেই সুযোগকেই কাজে লাগিয়ে নতুন বিজ্ঞাপন প্রচার শুরু করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি'র
জার্মানির ভারনে-ভিত্তিক প্রতিষ্ঠান 'বোকার' এ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে। এতে দেখা যাচ্ছে তাদের আসবাবপত্র পরিবহনের মইটি ল্যুভের 'গ্যালারি অব অ্যাপোলো'-এর একটি বারান্দায় উঠেছে। ছবির নিচে লেখা— 'যখন আপনার দ্রুত চলাচল করতে হয়।'
বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, 'বোকার আগিলো ৪০০ কেজি পর্যন্ত আপনার মূল্যবান সম্পদ ৪২ মিটার প্রতি মিনিট গতিতে তুলতে পারে— নিঃশব্দে।'
ভিডিওচিত্রে দেখা গেছে, রবিবার ফ্রান্সের রাজকীয় গহনা চুরি করার পর ডাকাতরা ঠিক এই যান্ত্রিক মই ব্যবহার করেই পালিয়ে যায়। চুরি যাওয়া গহনার মূল্য প্রায় ৮৮ মিলিয়ন ইউরো (প্রায় ৭৬ মিলিয়ন পাউন্ড বা ১০২ মিলিয়ন ডলার)।
বুধবার সংবাদ সংস্থা এএফপিকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলেক্সান্ডার বোকার জানান, ঘটনাটিতে কেউ হতাহত না হওয়ায় তারা বিষয়টি 'হালকা রসিকতার ছোঁয়ায়'- কাজে লাগিয়ে পারিবারিক ব্যবসার প্রতি মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন।
তিনি বলেন, 'অবশ্যই অপরাধটি নিন্দনীয়— এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। তবে এটি এমন একটি সুযোগ, যখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও দর্শনীয় জাদুঘরের মাধ্যমে আমাদের কোম্পানির কিছুটা প্রচার করা সম্ভব হয়েছে।'
বোকারের নতুন প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে বলেছেন 'মার্কেটিং জিনিয়াস' বা 'অসাধারণ— এটাই জার্মান মান।'
একজন মন্তব্য করেছেন, 'আপনার বিজ্ঞাপন বার্তাই মুকুট জিতে নিয়েছে।'
বোকার জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তিনি নিজ কোম্পানির যন্ত্রটি দেখে চিনে ফেলেন। এটি কয়েক বছর আগে এক ফরাসি গ্রাহকের কাছে বিক্রি করা হয়েছিল, যিনি প্যারিস ও আশপাশের এলাকায় এমন সরঞ্জাম ভাড়ায় দেন।
তার ভাষ্য, অভিযুক্ত ডাকাতেরা গত সপ্তাহে ওই যন্ত্রের একটি প্রদর্শনী দেখার কথা বলে সেটি চুরি করে নেয়। রবিবার জাদুঘর খোলার কিছুক্ষণ পরই তারা ল্যুভে পৌঁছে যায় এবং মাত্র আট মিনিটের মধ্যেই মূল্যবান গহনা নিয়ে পালিয়ে যায়।
চুরি হওয়া আটটি গহনার মধ্যে ছিল মুকুট, নেকলেস, কানের দুল ও ব্রোচ— যেগুলো হাজারো হীরা ও মূল্যবান পাথরে সজ্জিত।
ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর এই চুরির কয়েক দিন পর বুধবার ল্যুভ আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
ল্যুভের পরিচালক লরেন্স দ্য কার স্বীকার করেছেন, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল এবং সিসিটিভি ক্যামেরাগুলো ছিল 'পুরনো ও অকার্যকর'।
তিনি বলেন, 'আমরা এই গহনাগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। অপরাধীদের হাত থেকে কেউই সুরক্ষিত নয়— এমনকি ল্যুভও নয়।'
তিনি আরও বলেন, 'ল্যুভে আমরা এক ভয়াবহ ব্যর্থতার মুখোমুখি হয়েছি, আমি এর দায় নিয়েছি।'
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নিউনেজ ইউরোপ-ওয়ান রেডিওকে জানান, তিনি নিশ্চিত যে ডাকাতদের খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।
প্রসিকিউটররা জানিয়েছেন, ডাকাতরা একটি অপরাধচক্রের নির্দেশে কাজ করেছে বলে তাদের বিশ্বাস।
