আমার ‘অভি-ধানাই পানাই’

হাণ্ডুল বাণ্ডুল।
কোন ভাষার শব্দ?
গুগলে নাই।
অভিধানে আছে।
ইংলিশ টু বাংলা ভাষার অভিধানে আছে।
ইংরেজি টপসি টারবি। বাংলা কী?
গুগল বলছে, উল্টোপাল্টা।
অভিধান বলছে, হাণ্ডুল বাণ্ডুল।
এই মেয়েটা উল্টো পাল্টা? না, এই মেয়েটা হাণ্ডুল বাণ্ডুল?
মোক্ষম নিশ্চয় হাণ্ডুল বাণ্ডুল।
গুগল ছিল। এআই আবির্ভূত হয়েছে। পোয়াবারো হয়েছে। বিরুদ্ধাচারণ করছি না কিছুর, তবে একটা শোর যে উঠেছে, কাগজের বই ক্রমশ উপযোগিতা হারাবে, কাগজের বিশ্বকোষ, অভিধান উপযোগিতা হারাবে, সব বলে দেবে মিস্টার এআই, হতে পারে, টেকসেভিদের বিষয় তাদের হাতে রেখে আমি শুধু কাগজে মুদ্রিত অভিধানের হয়ে সামান্য ওকালতি ফলাই। সে রকম বিশেষ কিছু না। সিরিয়াস কিছু না। অবসর বিনোদন ধরনের কিছুর কথা বলি।
আমার হাতের কাছে এখন রাজশেখর বসু সংকলিত 'চলন্তিকা: আধুনিক বঙ্গভাষার অভিধান' আছে। বাংলা আরও কত অভিধান আছে; কিন্তু এই অভিধান অভিনব। রাজশেখর বসু সংকলন করেছেন, অভিনব হবেই। সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, মলাটে বিস্তারিত বিজ্ঞাপন করে এই অভিধান মুদ্রিত হয়েছিল। আমি খুবই কম অভিধান দেখেছি, এ রকম নজির আর পাই নাই। সেই বিজ্ঞাপন এখানে উঠিয়ে দিচ্ছি:
'ক্রন্দসী, খেশ, নাখোদা, পরিপ্রেক্ষিত, সমাবর্তন, সাকী' – মানে কি? 'অসম্ভব, অসম্ভাবা; নিমিত্ত, হেতু; লিখন, লেখন' – অর্থের প্রভেদ কি? 'পাঁচফোড়ন, মহাপাতক, ষোড়শোপচার' – কী কী?
'তুঙ্গভদ্রা, ত্রিগর্ত–কোথায়? 'শিয়া, সুন্নী' – তফাত কি? 'খ্রীষ্টাব্দ, সংবৎ' – পরস্পর সম্বন্ধ কি? 'তোলা' – কত গ্রেন? 'কাদাখোঁচা, হিঙ্গুল' – ইংরেজিতে কি? 'কাঁচকড়া, যবক্ষার, সুর্মা' – কি জিনিস?
'আরতি, উলঙ্গ, মিনতি' – সংস্কৃত কি না? 'তাগাড়, পেরেক, মিস্ত্রী' – কোন ভাষা হইতে আসিয়াছে? 'কেরানী' না 'কেরাণি'? 'জন্মিল না জন্মাইল'? 'উলটে না উলটিয়ে'? 'বললে' না 'বল্ল'? 'উনান, উনন, উনুন' – কোনটি সাধু, কোনটি চলিত?
'Abstract, antiseptic, budget, data, heredity, parabola, refraction, civil supply'–বাংলা কি?
এই প্রকার বহু প্রশ্নের মীমাংসা 'চলন্তিকা'য় আছে
***
এই প্রকার বহু প্রশ্নের মীমাংসা অভিধানে থাকে।
আমার বক্তব্য কী এখানে?
আমি একটা খেলার কথা বলি। শব্দসন্ধানের উদ্দেশ্যহীন অভিধানের পাতা উল্টে দেখা খেলা। যেকোনো পাতা, যেকোনো পৃষ্ঠা উল্টে দৈবচয়ন ভিত্তিতে যেকোনো শব্দ দেখা।
এই যে 'চলন্তিকা'র একটা পাতা খুললাম।
৪৬ পৃষ্ঠা।
কী শব্দ দেখলাম?
অলর্ক–ক্ষেপা কুকুর।
আরেক পাতা খুলি।
৪৪৩ পৃষ্ঠা।
কী শব্দ দেখলাম?
প্রগাতা–উৎকৃষ্ট গায়ক
প্রগীত–প্রতিষ্ঠিত
প্রগ্রহ, প্রগাহ–লাগাম, বলগা। বন্ধনরজ্জু।
পৃষ্ঠা ৬৩০
রেশালা–ঘোড়সওয়ার ফৌজ
পৃষ্ঠা ৬৫৩
শিখণ্ড, শিখণ্ডক–ময়ূরপুচ্ছ।
বাংলা অভিধান, ইংলিশ অভিধান, হিব্রু অভিধান, রুশ অভিধান–যেকোনো অভিধান নিয়েই এই শব্দ দেখার খেলাটা খেলা চলে। যেকোনো পাতা উল্টে দেখা শুধু। গুগলের চধমব কি এভাবে দৈবচয়ন ভিত্তিতে খুলে দেখা যাবে? ধরে দেখা যাবে? এআই সে রকম কোনো ব্যবস্থাপত্র বাতলাতে পারে হয়তো, কাজের কাজ তাতে কিছু হবে না।–দৈবচয়ন ভিত্তিতে নির্ভার 'শব্দ' দেখার এই খেলা আশা করি অব্যাহত থাকবে এবং শুধু এই অকেজো বিনোদনের জন্য হলেও মুদ্রিত অভিধান থাকবে।
কত রকম অভিধান আছে। অধীরদার (বিশ্বাস) 'গাঙচিল' হিমানীশ গোস্বামীর 'অভি-ধানাই পানাই' প্রকাশ করছে। ছোট বই। ফ্লবেয়র প্রণীত 'আহাম্মকের অভিধান' চিন্ময় গুহ অনুবাদ করেছেন। ছোট বই। ছোট কিন্তু ছোট তো না। 'অভি-ধানাই পানাই' বা 'আহাম্মকের অভিধানের' যেকোনো পাতা খুলে দেখলেই হলো।
আমার টেবিলে এখন একটা বিশেষ অভিধানের পাণ্ডুলিপি আছে। হার্ড কপি। সাত শতাধিক পৃষ্ঠার 'গালি অভিধান'। প্রাণান্ত পরিশ্রম করে দুই তরুণ গবেষক সংকলন করেছেন। প্রচ্ছদ বানাব। সেই পাণ্ডুলিপির একটা পাতা খুলে দেখি।
পৃষ্ঠা ২২৬
চ বর্গে পড়েছে।
কী শব্দ দেখলাম?
'গালি অভিধানে' কী শব্দ থাকবে?
সেই গালিটা দিলাম।
কাকে?
নিজেকেই।