ছেলেকে শাহজালাল ইসলামী ব্যাংকের ৪৯ কোটি টাকার শেয়ার উপহার দেবেন বাবা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের প্রায় ৪৯ কোটি টাকার শেয়ার ছেলেকে উপহার দিচ্ছেন বাবা। সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বিবৃতিতে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার আব্দুল হালিম জানিয়েছেন, তিনি তার ছেলে আব্দুল হাকিমকে ব্যাংকটির প্রায় ২.৬৩ কোটি শেয়ার উপহার দেবেন।
সোমবারের বাজারদর অনুযায়ী, প্রতি শেয়ারের দাম ১৮.৫০ টাকা হিসাবে উপহার দেওয়া এই শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪৯ কোটি টাকা।
ব্যাংকটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই শেয়ার হস্তান্তরের মূল উদ্দেশ্য আব্দুল হাকিমকে পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে তার বাবার উত্তরাধিকারকে এগিয়ে নেওয়া। চলতি মাসের মধ্যেই এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, আব্দুল হালিম শাহজালাল ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হলেও বর্তমানে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো পদে নেই। তার ছেলে আব্দুল হাকিমও ব্যাংকের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত নন; তিনি একজন সাধারণ শেয়ারহোল্ডার।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মানুসারে, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে গেলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। উপহার হিসেবে দেওয়া ২.৬৩ কোটি শেয়ার ব্যাংকটির মোট শেয়ারের ২.৩ শতাংশের বেশি। অর্থাৎ এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলেই আব্দুল হাকিম পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করবেন।
২০০৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক দেশের অন্যতম প্রধান ইসলামি ধারার বাণিজ্যিক ব্যাংক। ডিএসইর তথ্যমতে, চলতি বছরের আগস্ট পর্যন্ত ব্যাংকটির ৪১.৩৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে ছিল।
শক্তিশালী আর্থিক ভিত্তি ও নিয়মিত লভ্যাংশ দেওয়ার রেকর্ডের কারণে ব্যাংকটি 'এ' ক্যাটাগরির কোম্পানি হিসেবে পরিচিত। ২০২৪ সালের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
২০২৫ সালের জুন পর্যন্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি প্রায় ২৭৫ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ২৮৮ কোটি টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠাতা গোষ্ঠীর পরিবারের সদস্যদের মধ্যে এত বিপুল পরিমাণ শেয়ার হস্তান্তর এটাই প্রমাণ করে যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রশাসনে উদ্যোক্তা পরিবারগুলোর প্রভাব এখনও অটুট রয়েছে।
তারা আরও বলেন, এই পদক্ষেপ ব্যাংকটির ভবিষ্যৎ নেতৃত্বে আব্দুল হাকিমের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে পরিচালক পদের জন্য নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণেও সহায়ক হবে।