Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
December 17, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, DECEMBER 17, 2025
'দ্য স্ম্যাশিং মেশিন’ থেকে ‘আফটার দ্য হান্ট’: অক্টোবরে মুক্তি পেতে যাওয়া সেরা ১২ চলচ্চিত্র

আন্তর্জাতিক

বিবিসি
04 October, 2025, 08:00 pm
Last modified: 04 October, 2025, 08:03 pm

Related News

  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

'দ্য স্ম্যাশিং মেশিন’ থেকে ‘আফটার দ্য হান্ট’: অক্টোবরে মুক্তি পেতে যাওয়া সেরা ১২ চলচ্চিত্র

এই সিনেমার তালিকায় রয়েছে এমএমএ তারকা হিসেবে ডোয়াইন জনসনের অভিনয়, ড্যানিয়েল ডে-লুইসের প্রত্যাবর্তন এবং লুকা গুয়াডানিনোর পরিচালিত ক্যাম্পাস ড্রামায় জুলিয়া রবার্টসের অনবদ্য উপস্থিতি।
বিবিসি
04 October, 2025, 08:00 pm
Last modified: 04 October, 2025, 08:03 pm
ছবি : সংগৃহীত

এই মাসে মুক্তি পেতে চলা সেরা হলিউড সিনেমাগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো। এই সিনেমার তালিকায় রয়েছে এমএমএ তারকা হিসেবে ডোয়াইন জনসনের অভিনয়, ড্যানিয়েল ডে-লুইসের প্রত্যাবর্তন এবং লুকা গুয়াডানিনোর পরিচালিত ক্যাম্পাস ড্রামায় জুলিয়া রবার্টসের অনবদ্য উপস্থিতি।

দ্য স্ম্যাশিং মেশিন 

ডোয়াইন জনসন সাধারণত বিশাল বাজেটের সিনেমার সুপারস্টার, কিন্তু 'দ্য স্ম্যাশিং মেশিন'-এ তিনি একজন সিরিয়াস অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। এটি বেনি সাফদির লেখা ও পরিচালনায় একটি বিষণ্ণ মেজাজের বায়োপিক। জনসন এখানে মিক্সড মার্শাল আর্টিস্ট মার্ক কের-এর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি খেলাটি বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার আগে টুর্নামেন্ট জিতেছিলেন।

প্রতিপক্ষকে পরাজিত করার পাশাপাশি তাকে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি এবং আসক্তির বিরুদ্ধেও লড়তে হয়েছিল। লিটল হোয়াইট লাইস-এর মতে, "এই সিনেমাটি জীবনের স্পন্দনে পূর্ণ এবং পৌরুষের আগ্রাসী রূপের পরিবর্তে এর ভঙ্গুর দিকটি তুলে ধরে। একই সাথে এটি এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করে যে, কেন কেউ এমন বর্বর একটি পেশাকে জীবিকা হিসেবে বেছে নেবে।"

২ অক্টোবর থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে।

অ্যানিমোন

ড্যানিয়েল ডে-লুইসকে ২০১৭ সালের পর আর কোনো সিনেমায় দেখা যায়নি। তবে সৌভাগ্যবশত, এই প্রজন্মের সবচেয়ে প্রশংসিত অভিনেতা তার ছেলে রোনান ডে-লুইসের সাথে কাজ করার আহ্বানে সাড়া দিয়ে সিনেমাজগতে ফিরেছেন। বাবা-ছেলে মিলে 'অ্যানিমোন'-এর চিত্রনাট্য লিখেছেন, যেখানে অভিনয় করেছেন ডে-লুইস সিনিয়র এবং পরিচালনা করেছেন ডে-লুইস জুনিয়র।

সুত্র: ফোকাস ফিচারস

তিনি উত্তর আয়ারল্যান্ডে কাজ করা এক প্রাক্তন সেনার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি বহু বছর ধরে একাকী জীবন কাটাচ্ছেন। কিন্তু তার ছেলে সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে হয়। রোলিং স্টোন-এর মতে, "এই তীব্র, আনন্দময়, বিষাদপূর্ণ এবং কখনও কখনও অদ্ভুত সিনেমাটি ভাই, মা, বাবা এবং ছেলের সম্পর্ক নিয়ে একটি অসাধারণ ড্রামা। এটি যেমন একজন প্রবীণ প্রতিভার প্রত্যাবর্তন, ঠিক তেমনই একজন নতুন প্রতিভার আত্মপ্রকাশ।"

৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় এবং ৭ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে।

রুফম্যান 

জেফরি ম্যানচেস্টার নামে এক প্রাক্তন সেনা ১৯৯০-এর দশকে ফাস্ট-ফুড রেস্তোরাঁর ছাদে ড্রিল করে ঢুকে ডাকাতি করতেন। গণমাধ্যম তাকে 'রুফম্যান' নামটি দেয়। গ্রেপ্তারের পর জেল থেকে পালিয়ে তিনি একটি খেলনার দোকানে আশ্রয় নেন। পরিচালক ডেরেক সিয়ানফ্রান্স এই কল্পকাহিনীকেও হার মানানো সত্যি ঘটনা নিয়ে একটি কমেডি-ড্রামা তৈরি করেছেন।

সুত্র: টিআইএফএফ

ম্যানচেস্টারের ভূমিকায় আছেন চ্যানিং টাটাম এবং তার প্রেমিকার চরিত্রে আছেন কার্স্টেন ডান্সট। দ্য হলিউড রিপোর্টার-এর মতে, "এটি একটি সত্যি ঘটনা, যা একই সাথে একটি কোমল চরিত্র-নির্ভর গবেষণা... যার সূক্ষ্ম আবহে রয়েছে হাস্যরস, রোম্যান্স এবং এক গভীর বিষণ্ণতা।"

১০ অক্টোবর যুক্তরাষ্ট্রে এবং ১৬ অক্টোবর থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে।

ট্রন: এরিস 

'ট্রন' সিরিজের সিনেমা খুব নিয়মিত তৈরি হয় না। প্রথম সিনেমার ২৮ বছর পর দ্বিতীয়টি আসে এবং আরও ১৫ বছর পর আসছে 'ট্রন: এরিস'। এই সাই-ফাই অ্যাকশন অ্যাডভেঞ্চারে জ্যারেড লেটো এমন একটি ডিজিটাল সত্তার ভূমিকায় অভিনয় করেছেন যে বাস্তব পৃথিবীতে আবির্ভূত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বর্তমান উদ্বেগের কারণে এই সিনেমার ভাবনাটি অত্যন্ত সময়োপযোগী।

প্রযোজক জাস্টিন স্প্রিংগার বলেন, "সময়ের সাথে সাথে এই সিনেমার ধারণাটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে... এবং প্রযুক্তিগতভাবে আমরা ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভালো কাজ করতে পারব।"

৮ অক্টোবর থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে।

জন ক্যান্ডি: আই লাইক মি

জন ক্যান্ডি ১৯৯৪ সালে মাত্র ৪৩ বছর বয়সে মারা যাওয়ার আগে ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। দর্শকরা তাকে যেমন ভালোবাসতেন, তার সহ-অভিনেতারাও তেমনই পছন্দ করতেন। আর তাই কলিন হ্যাঙ্কস পরিচালিত এই তথ্যচিত্রে টম হ্যাঙ্কস, বিল মারে ও স্টিভ মার্টিনের মতো অনেক তারকা তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন।

সুত্র: আমাজন প্রাইম

ইন্ডিওয়্যার-এর মতে, "এটি একটি আন্তরিক ভালোবাসার প্রকাশ, যা উষ্ণ কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণ নয়। যারা জন ক্যান্ডিকে ভালোবাসেন, এই তথ্যচিত্রটি দেখার পর তাদের ভালোবাসা আরও বাড়বে। আর যারা তাকে চেনেন না, তাদের জন্য এটি হবে সুন্দরভাবে পরিচিতি ঘটার একটি সুযোগ।"

১০ অক্টোবর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

আফটার দ্য হান্ট

'এরিন ব্রোকোভিচ'-এর জন্য অস্কার জেতার পঁচিশ বছর পর জুলিয়া রবার্টস 'আফটার দ্য হান্ট'-এর জন্য আরেকটি অস্কার জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। লুকা গুয়াডানিনো পরিচালিত এই ক্যাম্পাস ড্রামায় রবার্টস এবং অ্যান্ড্রু গারফিল্ড ইয়েল ইউনিভার্সিটির দুই দর্শনশাস্ত্রের অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন।

সুত্র: আমাজন এমজিএম স্টুডিও

অ্যালমার প্রিয় ছাত্রী যখন হ্যাঙ্কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনে, তখন তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। দ্য স্কিনি-র মতে, "সিনেমাটি ক্যানসেল কালচার, সম্মতি, প্রাতিষ্ঠানিক নারীবিদ্বেষ এবং বর্ণবিদ্বেষের মতো জটিল ও বিতর্কিত বিষয়গুলো তুলে ধরেছে। রবার্টস একটি কঠিন আবরণের আড়ালে নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখেন, যা তাকে দুর্বোধ্য করে তোলে। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়।"

১০ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডায় এবং ১৬ অক্টোবর থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

কিস অফ দ্য স্পাইডার ওম্যান 

এটি মার্ভেলের স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির কোনো অংশ নয়, বরং একটি টনি-জয়ী মঞ্চ সংগীত থেকে রূপান্তরিত সিনেমা। আর্জেন্টিনার সামরিক স্বৈরাচারের সময়, ১৯৮৩ সালের একটি জেলখানার সেলে এর কাহিনী গড়ে উঠেছে। ভ্যালেন্তিন (দিয়েগো লুনা) একজন সমাজকর্মী, যার কাছ থেকে গোপন তথ্য বের করার জন্য তার সেলমেট মোলিনাকে (টোনাটিউ) নির্দেশ দেওয়া হয়।

সুত্র:লায়ন্সগেট

মোলিনা ভ্যালেন্তিনের বিশ্বাস অর্জনের জন্য তাকে তার প্রিয় সিনেমার গল্প শোনায়—যেখানে অভিনয় করেছেন জেনিফার লোপেজ। ভ্যারাইটি-র মতে, "সবচেয়ে হতাশাজনক পরিস্থিতির মধ্যেও এই মিউজিক্যালটি আশার এক বিরল আলো খুঁজে পায়।"

১০ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

ইফ আই হ্যাড লেগস আই'ড কিক ইউ 

কিছু সিনেমা যেমন স্বস্তি দেয়, তেমনই এই সিনেমাটি বিরামহীন মানসিক চাপ সৃষ্টি করে। দ্য র‍্যাপ-এর মতে, "সিনেমাটি দেখতে গিয়ে মনে হয় যেন প্রায় দুই ঘণ্টা ধরে চলা একটি প্যানিক অ্যাটাক"। রোজ বার্ন মানসিকভাবে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে থাকা একজন মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

সুত্র: এ২৪

তার মেয়ে অসুস্থ, বাড়ি নষ্ট হচ্ছে, স্বামী ফোনে চিৎকার করছে এবং থেরাপিস্ট তার সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে। এই ব্ল্যাক কমেডিটি "যেমন অস্বস্তিকর, তেমনই তীব্র শ্লেষাত্মক রসে ভরা"।

১০ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট

জাফর পানাহিকে তার দেশে সিনেমা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তিনি কাজ থামাননি। এই বছরের কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পাম বিজয়ী এই সিনেমাটি ভাহিদ নামের এক মেকানিককে কেন্দ্র করে তৈরি। তার দৃঢ় বিশ্বাস, তার এক গ্রাহকই সেই ব্যক্তি যিনি তাকে কারাগারে নির্যাতন করেছিলেন।

সুত্র: কান ফিল্ম ফেস্টিভাল

সে প্রতিশোধ নিতে চায়, কিন্তু কীভাবে নিশ্চিত হবে? এলে ম্যাগাজিনের মতে, "এটি প্রথমে একটি প্রতিশোধের থ্রিলার, কিন্তু পরে এটি প্রতিশোধ, ক্ষমা, নৈতিকতার মতো ধারণাগুলোকে মর্যাদার সাথে প্রশ্ন করে এবং যেকোনো পরিস্থিতিতেই নিজেদের মনুষ্যত্বকে শক্ত করে আঁকড়ে ধরার কথা বলে।"

১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

বুগোনিয়া 

'পুওর থিংস'-এর পরিচালক ইয়োর্গোস লান্থিমোস এবং তারকা এমা স্টোন আবার একসাথে কাজ করেছেন 'বুগোনিয়া'-তে। এটি একটি দক্ষিণ কোরিয়ান সিনেমার রিমেক এবং এটি একটি অস্বাভাবিক ও কখনও কখনও ভয়ংকর কমেডি। এমা স্টোন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্জিত সিইওর ভূমিকায় অভিনয় করেছেন।

সুত্র: ফোকাস ফিচারস

কোম্পানির এক কর্মচারী (জেসি প্লেমনস) তাকে অপহরণ করে, কারণ তার দৃঢ় বিশ্বাস, এই সিইও আসলে এক ভিনগ্রহের প্রাণী। ভোগ-এর মতে, "এই সিনেমায় দুর্দান্ত অভিনয়, ডার্ক হিউমার, সহিংসতা এবং অদ্ভুত টুইস্ট রয়েছে, যা দর্শকদের একটি রোলার-কোস্টার রাইডের অভিজ্ঞতা দেবে।"

২৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডায় এবং ৩০ অক্টোবর থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার 

অন্যান্য বায়োপিকের মতো এটি শিল্পীর পুরো জীবন তুলে ধরে না, বরং তার জীবনের একটি আরও সংক্ষিপ্ত অধ্যায়কে নাট্যরূপ দিয়েছে। সিনেমাটি ব্রুস স্প্রিংস্টিনের (জেরেমি অ্যালেন হোয়াইট) জীবনের সেই সময়টিকে কেন্দ্র করে তৈরি, যখন তিনি সুপারস্টার হওয়ার পথে থেকেও আত্মবিশ্বাসের সংকটে ভুগছিলেন।

সুত্র: ডিজনি

এর সমাধান হিসেবে তিনি নিউ জার্সিতে তার বেডরুমে বসে সাধারণ শ্রমজীবী মানুষের হতাশা নিয়ে কিছু গান তৈরি করেন। ডেডলাইন-এর মতে, "এটি কোনো গ্রেটেস্ট হিটস প্যাকেজ নয়, বরং একজন শিল্পীর আত্মার গভীরে একটি বুদ্ধিদীপ্ত এবং ধীরগতির যাত্রা।"

২৪ অক্টোবর থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

হেডা 

পরিচালক নিয়া ডাকোস্টা ১৮৯১ সালের ক্লাসিক নাটক 'হেডা গ্যাবলার'-কে একাধিক দিক থেকে আধুনিক করেছেন। তিনি কাহিনীর সময়কাল ১৯৫৪ সালের একটি ইংরেজ ম্যানশনে নিয়ে এসেছেন, যেখানে সদ্য বিবাহিত নায়িকা-বিরোধী (anti-heroine) চরিত্রটি একটি পার্টি আয়োজন করে। এখানে নাম ভূমিকায় অভিনয় করা টেসা থম্পসন একজন কৃষ্ণাঙ্গ নারী এবং তার প্রাক্তন প্রেমিক এখন একজন নারী (নিনা হস)।

সুত্র: আমাজন

ডাকোস্টার এই সংস্করণটি একটি অত্যন্ত স্টাইলিশ এবং আবেদনময়ী সিনেমা। ইন্ডিওয়্যার-এর মতে, এই সিনেমাটি "দৃষ্টিভঙ্গি, শক্তি এবং রঙে পরিপূর্ণ... যা ভালোবাসা, যৌনতা এবং অনুশোচনার এক ড্রামা এবং এটি হুইস্কির শটের মতো তীব্র অনুভূতি দেয়।"

২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সিনেমাহলে এবং ২৯ অক্টোবর থেকে প্রাইম ভিডিওতে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

Related Topics

টপ নিউজ

হলিউড / চলচ্চিত্র / সিনেমা / মুভি / অক্টোবর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থীর 
  • মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ ভারতের মেঘালয়ে পালিয়ে গিয়ে সেখান থেকে সেলফি পাঠিয়েছেন বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
    নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে যেভাবে পালালেন হাদির হত্যাচেষ্টাকারী
  • জামায়াত আমিরের বক্তব্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপনের জন্য দুঃখপ্রকাশ
    জামায়াত আমিরের বক্তব্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপনের জন্য দুঃখপ্রকাশ
  • ঢাকায় যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজী। ছবি: সংগৃহীত
    নিয়াজির একাত্তর ডায়েরি
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
    ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল: ভাই ওমর বিন হাদি

Related News

  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থীর 

2
মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ ভারতের মেঘালয়ে পালিয়ে গিয়ে সেখান থেকে সেলফি পাঠিয়েছেন বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি: জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
বাংলাদেশ

নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে যেভাবে পালালেন হাদির হত্যাচেষ্টাকারী

3
জামায়াত আমিরের বক্তব্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপনের জন্য দুঃখপ্রকাশ
অন্যান্য

জামায়াত আমিরের বক্তব্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপনের জন্য দুঃখপ্রকাশ

4
ঢাকায় যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজী। ছবি: সংগৃহীত
ইজেল

নিয়াজির একাত্তর ডায়েরি

5
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল: ভাই ওমর বিন হাদি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net