নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ: প্রধান রিটার্নিং কর্মকর্তা

নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ: প্রধান রিটার্নিং কর্মকর্তা
আজ সকালে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শুরুতেই আচরণবিধি ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ ওঠে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে।
জানা যায়, নিয়ম ভেঙে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি। যদিও এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আবিদুল দাবি করেছেন, তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন।
এ সময় কেন্দ্রের বাইরে আবিদের কর্মী-সমর্থকদের ভোট প্রার্থনা ও প্রচারপত্র বিলি করতে দেখা গেছে। তখন উপস্থিত কয়েকজন নারী ভোটার এর প্রতিবাদ জানিয়ে বিরক্তিও প্রকাশ করেন।
তবে দুপুর ১টায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আচরণবিধি ১২ (খ) অনুসারে নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বিধি অনুসারে প্রার্থীকে অনুমতি দেওয়া আছে। তাই আচরণবিধি লঙ্ঘন হয়নি।'
তিনি বলেন, 'আমাদের এবার প্রার্থী সংখ্যা ১,৫০০। এত প্রার্থীর সংখ্যার প্রার্থীদের কার্ড দেইনি, কারণ এতে কেন্দ্রে বিশৃঙ্খল অবস্থা তৈরি হতো।'
আবিদুল ও তার সমর্থকরা সাংবাদিকদের কাছে দাবি করেন, তারা ভোট চাননি, বরং প্রার্থীদের ব্যালট নম্বর সম্বলিত প্রচারপত্র বিলি করেছেন। এত এত প্রার্থীর ব্যালট নম্বর মনে রাখার সুবিধার্থে শিক্ষার্থীদের এই লিফলেট দেওয়া হয়েছে বলে জানান তারা।
এর আগে ডাকসু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, কোনো প্রার্থী কেন্দ্রে ঢুকে ভোট চাইতে পারবেন না। এমনকি, ভোট চলাকালে কেন্দ্রর ১০০ মিটারের মধ্যে কোনো ভোটার স্লিপও বিতরণ করতে পারবে না।
নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের ব্যাপারে আবিদুল সাংবাদিকদের বলেন, 'রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।'
আজ সকালে কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের আরও বলেন, 'আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে, তা পুরোপুরি পরিকল্পিত, এর কোনো ভিত্তি নেই।'
তিনি দাবি করেন, 'যে নিউজ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। চিফ রিটার্নিং অফিসার নিজে আমাকে বুথে নিয়ে গেছেন এবং স্বচ্ছ ব্যালট বাক্স প্রদর্শন করেছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার নির্বাচনের।"'
'অভিযোগ করলে অনেক অভিযোগই করা যায়, তবে আজ কোনো অভিযোগ নেই। আজকের এই ভোটটা উদযাপন করতে চাই,' যোগ করেন তিনি।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার কিছু পরে একযোগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে সকাল সাড়ে ৭টায় গণমাধ্যমকর্মীদের সামনে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হয়।
ডাকসু নির্বাচনে এবার মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন শতাধিক প্রার্থী, বাকিরা অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ২৫ জন।
এছাড়া হল সংসদ নির্বাচনে মোট ২৩৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।